পুরোনোদের টেক্কা দিয়ে জোরকদমে এগোচ্ছে ‘ফুলকি’, কার হল জয়? রইল সম্পূর্ণ TRP তালিকা

টিআরপি তালিকা বর্তমানে বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু তাই নয় টিআরপির জন্য মুখিয়ে থাকেন কলাকূশলীরাও। কারণ বর্তমানে টিআরপি নির্ধারণ করে কোন

Nandini

29th june bengali serial top ten trp list

টিআরপি তালিকা বর্তমানে বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু তাই নয় টিআরপির জন্য মুখিয়ে থাকেন কলাকূশলীরাও। কারণ বর্তমানে টিআরপি নির্ধারণ করে কোন ধারাবাহিকটি কতদিন চলবে টিভির পর্দায়। খুব সম্প্রতি, এমন অনেক সিরিয়াল আছে যেগুলো শুরুর কিছুদিনের মধ্যেই শেষ করে দেওয়া হয়েছে। তা শুধুমাত্র টিআরপি না থাকার কারণে। আরও কিছু সিরিয়াল শেষের সময় আসন্ন।

এরই মাঝে এই সপ্তাহের টিআরপি তালিকাতে (TRP List) চোখ রাখলে দেখা যাবে প্রতি বারের মত এবারেও ‘অনুরাগের ছোঁয়া’ তালিকায় শীর্ষস্থানে। অন্যদিকে গত সপ্তাহ থেকে তালিকায় নতুন যোগ হয়েছে দুই চ্যানেল স্টার জলসা ও জি বাংলার দুই নতুন শুরু হওয়া সিরিয়াল। ফুলকি আর সন্ধ্যাতারা। সকলকে তাক লাগিয়ে দিয়ে প্রথম সপ্তাহেই বাজিমাত করেছিল ফুলকি। আর এই সপ্তাহেও ফুলকি নিজের স্থান বজায় রেখেছে।

in trp list top ten bengali serial on 29th june

টিআরপি তে পিছিয়ে পড়েছে পুরোনো জনপ্রিয় ধারাবাহিকরা। জগদ্ধাত্রী সিরিয়ালটি শুরু থেকে প্রথমে প্রথম স্থান তারপর একভাবে বেশ কয়েক সপ্তাহ যাবৎ দ্বিতীয় স্থান ধরে রেখেছিল। তবে ফুলকি আসতেই সেই স্থান বদল হয়েছে। শোনা গেছে সোহাগ জল ধারাবাহিকটির শেষ হচ্ছে। তবে এই শেষ বেলায় ধারাবাহিকটি সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছে। আসুন সম্পূর্ণ সেরা দশের টিআরপি তালিকায় চোখ রাখা যাক।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ

প্রথম – অনুরাগের ছোঁয়া (৮.১)
দ্বিতীয় – ফুলকি (৭.৪)
তৃতীয় – জগদ্ধাত্রী (৭.৩)
চতুর্থ – নিম ফুলের মধু (৬.৭)
পঞ্চম – বাংলা মিডিয়াম (৬.৩)
রাঙা বউ (৬.২)
হরগৌরী পাইস হোটেল (৬.০)
পঞ্চমী (৫.৯)
এক্কা দোক্কা (৫.৩)
সোহাগ জল (৫.১)

29th june in trp list top ten bengali serial

এই সপ্তাহের তালিকায় চোখ রাখলে দেখা যাবে প্রায় প্রত্যেকটি ধারাবাহিকের পয়েন্ট বেড়েছে। সেরা দশের তালিকায় কেবল পঞ্চমীর পয়েন্ট কিছুটা কমে গেছে। নতুন ধারাবাহিক সন্ধ্যাতারা দ্বিতীয় সপ্তাহেই সেরা দশের টিআরপি তালিকা থেকে উধাও। পাশাপাশি এবারেও তালিকায় জায়গা করতে পারেনি খেলনা বাড়ি বা গৌরী এলো। বাংলা মিডিয়াম পঞ্চম স্থানে আবারো নিজের জায়গা পাকা করেছে।

আরও দেখতে পারেন