জগদ্ধাত্রীর জায়গা কেড়ে নিল পর্ণা! একঘেয়ে ট্র্যাকে কোথায় ‘অনুরাগের ছোঁয়া’? রইল সম্পূর্ণ TRP তালিকা

আজ বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশের দিন। এই দিন সিরিয়াল প্রেমীরা বেশ আগ্রহের সাথে অপেক্ষা করে থাকেন ফলাফল জানতে। বর্তমানে সব

Nandini

6 th april bengali serial top 10 trp list

আজ বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশের দিন। এই দিন সিরিয়াল প্রেমীরা বেশ আগ্রহের সাথে অপেক্ষা করে থাকেন ফলাফল জানতে। বর্তমানে সব সিরিয়ালই টিআরপি নির্ভর। টিআরপি থাকলে চলবে নাহলে  গল্প অসম্পূর্ণ রেখেই বন্ধ করে দেওয়া হবে। তারই মাঝে কয়েকটি এমন সিরিয়াল আছে যারা নিজেদের জায়গা একই ভাবে ধরে রাখতে পেরেছে তালিকায়।

বিগত কয়েক সপ্তাহ যাবৎ টিআরপি তালিকা লক্ষ্য করলে দেখা যাবে গত কয়েক সপ্তাহ একই ভাবে তালিকায় প্রথম স্থানে আছে স্টার জলসার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। আর দ্বিতীয় স্থানে জী বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। অনুরাগের ছোঁয়া স্টার জলসার পুরোনো ধারাবাহিক জী বাংলার জগদ্ধাত্রীর তুলনায়। তবে অনুরাগের ছোঁয়ার বর্তমান ট্র্যাক দর্শকের কাছে বেশ পছন্দের হয়ে উঠেছে তা বোঝা যায়।

top 10 bengali serial trp

শুরু থেকেই জগদ্ধাত্রী সিরিয়ালটি টিআরপি তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছিল। তবে অনুরাগের ছোঁয়ায় সোনা রুপাকে আনার পর দর্শকের মন জয় করে নিয়েছে দুই খুদের অভিনয়। জগদ্ধাত্রীকে তারা হারিয়ে প্রথম স্থান অর্জন করে নিয়েছে। এই সপ্তাহেও তালিকায় প্রথম স্থানে আছে ‘অনুরাগের ছোঁয়া’। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা স্কোর কমেছে এই ধারাবাহিকের। অন্যদিকে জগদ্ধাত্রীতেও চলছে এখন টানটান উত্তেজনামূলক কিছু পর্ব। তো আসুন দেখে নেওয়া যাক সেরা দশ এর তালিকা।

সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ

প্রথম- অনুরাগের ছোঁয়া / জগদ্ধাত্রী (৮.০)
দ্বিতীয়- নিম ফুলের মধু / গৌরী এলো (৭.২)
তৃতীয়- খেলনা বাড়ি (৬.৭)
চতুর্থ- রাঙা বউ (৬.২)
পঞ্চম- পঞ্চমী (৬.১)
মেয়েবেলা (৫.৮)
গাঁটছড়া / বাংলা মিডিয়াম (৫.৫)
মিঠাই (৫.৩)
এক্কা দোক্কা (৫.২)
সোহাগ জল (৪.৯)

23rd march bengali serial trp list

এবারে অনুরাগের ছোঁয়ার পাশাপাশি জগদ্ধাত্রীও প্রথম স্থান জিতে নিয়েছে। নিম ফুলের মধু তৃতীয় স্থান থেকে একেবারে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে। পাশাপাশি গৌরী এলো ধারাবাহিকটিও দ্বিতীয় স্থানে। খেলনা বাড়ি তৃতীয় স্থানে চলে এসেছে। মেয়েবেলা ও মিঠাই ধারাবাহিকও গত সপ্তাহের তুলনায় তালিকায় একটু এগিয়ে গেছে। এই সপ্তাহে টিআরপি তালিকায় অদলবদল থাকলেও নম্বর কমেছে সব ধারাবাহিকেরই।

আরও দেখতে পারেন