Hooghly News : দুয়ারে গলদা চিংড়ি! হুগলির শেওড়াফুলি ঘাটে উঠছে কিলো কিলো চিংড়ি

Hooghly News : ঠিক যেন দুয়ারে গলদা চিংড়ি (Lobstar)! ভাবছেন সে আবার কি? আসলে সন্ধ্যে নামার আগে হটাৎ করেই গঙ্গার ঘাটে দেখা গেল গলদা চিংড়ি।

Desk

Hooghly News Suddenly Kgs of Lobstar found at Hooghly Sheoraphuli Ghat

Hooghly News : ঠিক যেন দুয়ারে গলদা চিংড়ি (Lobstar)! ভাবছেন সে আবার কি? আসলে সন্ধ্যে নামার আগে হটাৎ করেই গঙ্গার ঘাটে দেখা গেল গলদা চিংড়ি। একটা দুটো নয়! কেজি খানেক গলদা চিংড়ি (Golda Chingri), যেটা দেখা মাত্রই চিংড়ি ধরতে ভিড় জমেছে গঙ্গার ঘটে। এমনই ঘটনা ঘটেছে হুগলীর শেওড়াফুলির (Sheoraphuli) গঙ্গা ঘাটে। এমন একখানা খবর জানা মাত্রই রীতিমত হুড়োহুড়ি পরে গিয়েছে গলদা চিংড়ি ধরার জন্য।

যেমনটা জানা যাচ্ছে, গতকাল সূয্যি মামা ডুব দিয়ে সন্ধ্যে নামার ঠিক কিছুক্ষণ আগেই শেওড়াফুলির ঘাটে গলদা চিংড়ি উঠে আসতে থাকে। আর সেই দেখেই চিংড়ি ধরতে জলে নেমে পড়েছেন স্থানীয়রা। প্রথম এক ঘাটে তারপর একেরপর এক ঘাটে উঠে আসতে শুরু করে বড়সড় মাপের গলদা চিংড়ি।

Lots of Lobstar found at Hooghly Sheoraphuli Ghat

রবিবারের আগে শনিবার সন্ধ্যেয় যদি এমন কিছু গলদা চিংড়ি ধরে আনা যায় তাহলে গলদা চিংড়ির মালাইকারি দিয়ে রবিবারের খাওয়া জমে যাবে। তাই চিংড়ি ধরতে কেউ হাটু জলে তো কেউ কোমর পর্যন্ত নেমে পড়েছেন। এমনকি মুখে মুখে এই কথা ছড়িয়ে পড়তেই আরও ভিড় বেড়ে যায় বিভিন্ন ঘাটে।

যেমনটা জানা যাচ্ছে, শেওড়াফুলি ফেরিঘাট সংলগ্ন আদি ঘাট, কালিবাড়ির ঘাটসহ একাধিক ঘাটেই এদিন প্রচুর পরিমাণে চিংড়িমাছ উঠতে থাকে। সেটা ধরার যে অন্য লোকে আশপাশ থেকে এসে কেউ প্লাস্টিকের ব্যাগ তো কেউ বস্তা নিয়ে চিংড়ি ধরতে শুরু করে। তবে হটাৎ করে কোথা থেকে এত গলদা চিংড়ি এল এটা অনেকেই বুঝতে পারছেন না।

স্থানীয় কিছুজনের মতে, চিংড়ি ভর্তি লঞ্চ শেওড়াফুলি দিয়ে যাওয়ার সময়ে হয়তো সেগুলো গঙ্গায় পরে গিয়েছে। তাছাড়া গঙ্গায় জেলেরা মাঝে মধ্যে জাল ফলেই চিংড়ি পান। তাই চিংড়ি পাওয়াটা অবাক কিছু নয়। তবে, এত বেশি পরিমানে পাওয়ার কারণেই হুড়মুড়িয়ে লোকজন এসেছে চিংড়ি ধরার জন্য।

আরও দেখতে পারেন