প্রথমস্থান হারালো ধূলোকণা, মিঠাই নাকি গাঁটছড়া প্রথম হল কে? রইল সিরিয়ালের TRP তালিকা

প্রকাশিত হয়ে গেছে ধারাবাহিকের সাপ্তাহিক ফলাফলের টিআরপি তালিকা (TRP List)। কোন ধারাবাহিক কাকে পিছনে ফেলে এগিয়ে গেলো সেটাই দেখার। সাপ্তাহিক ফলাফল ভাল করতে প্রতিটি ধারাবাহিকের

1minute Desk

12th may bengali serial trp list gatchora first mithai second dhulokona third

প্রকাশিত হয়ে গেছে ধারাবাহিকের সাপ্তাহিক ফলাফলের টিআরপি তালিকা (TRP List)। কোন ধারাবাহিক কাকে পিছনে ফেলে এগিয়ে গেলো সেটাই দেখার। সাপ্তাহিক ফলাফল ভাল করতে প্রতিটি ধারাবাহিকের চলছে টানটান উত্তেজনা। কখনও গাঁটছড়া (Gaatchora) ধারাবাহিকের খড়ি ও ঋদ্ধির জুটি মাত দিচ্ছে ধূলোকনার (Dhulokona) লালন ফুলঝুড়িকে তো কখনো আবার মিঠাইকে (Mithai) পিছনে ফেলে ওপরের দিকে উঠছে ধূলোকনা। ধারাবাহিকের জোরদার টক্করে কোমর বেঁধেছেন বাকি ধারাবাহিকগুলিও। পিছনে পরে থাকতে নারাজ কেউই।

গত সপ্তাহের টিআরপি তালিকায় (TRP List) প্রথম স্থান অর্জন করেছিল ‘ধূলোকনা’ ধারাবাহিকটি। লালন ও ফুলঝুরির বিয়েতে চড়ুইয়ের ষড়যন্ত্রের নতুন চমক দর্শক বেশ টানটান উত্তেজনা নিয়ে উপভোগ করেছিলেন। ‘গাঁটছড়া (Gaatchora)’ ও ‘মিঠাই (Mithai)’ পরে গিয়েছিলো পিছনে। তবে এবার তাদের পালা এসেছে। ‘ধূলোকনা (Dhulokona)’কে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে এই সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষস্থান কার দখলে গেলো আসুন জেনে নেওয়া যাক।

12th may bengali serial trp list gatchora first mithai second dhulokona third 1

এই সপ্তাহের বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি তালিকা (Bengali Serial Top 10 TRP List)

গাঁটছড়া – ৭.৫ (প্রথম)

মিঠাই – ৭.৩ (দ্বিতীয়)

ধূলোকনা – ৭.১ (তৃতীয়)

গৌরী এলো – ৭.০

আলতা ফড়িং – ৬.৭

লক্ষ্মী কাকিমা / উমা – ৬.৪

মন ফাগুন – ৬.১

অনুরাগের ছোঁয়া – ৬.০

লালকুঠি – ৫.৮

আয় তবে সহচরী / পিলু – ৫.৭

এবারের টিআরপি তালিকায় (TRP List) ৭.৫ এর উপরে যেতে পারেনি কোনো ধারাবাহিকই। এর একটা মূল কারণ অবশ্য ‘আই পি এল’ চালু হওয়া। এবারের এক থেকে দশের তালিকায় স্থান ধরে রাখতে পারেনি ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি। ‘গোধূলি আলাপ’ও এই তালিকার আশেপাশে একেবারেই নেই। নতুন ধারাবাহিক বৌমা একঘর সেরা দশের তালিকায় জায়গা করে নিতে না পারলেও ৫.০ পয়েন্ট প্রাপ্ত করেছে।

আরও দেখতে পারেন