জগদ্ধাত্রী-স্বয়ম্ভুর জীবনে নতুন সদস্য! ধারাবাহিকে নতুন মোড়

Jagadhatri : জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘জগদ্ধাত্রী’। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করেছে এই ধারাবাহিক। এর কারণ একটাই, সেটা হল ধারাবাহিকের

Saranna

a new member coming between jagadhatri and swayambhu in jagadhatri serial

Jagadhatri : জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘জগদ্ধাত্রী’। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করেছে এই ধারাবাহিক। এর কারণ একটাই, সেটা হল ধারাবাহিকের অনন্যতা। এই জগদ্ধাত্রী একদিকে যেমন গৃহকর্মে নিপুণা, তেমনই একদিকে জাঁদরেল সৎ অফিসার। তাঁর এই দুটো সত্তার কথা কেউ জানত না, এখনও সকলে সেই সত্তার কথা জানেনা। সবাই জানে জগদ্ধাত্রী স্কুলে পড়ায়।

অন্যদিকে জগদ্ধাত্রীর স্বামী স্বয়ম্ভুকে মুখার্জি বাড়িতে কেউ মেনে নেয়নি, নিজের স্বামীকে বাড়িতে প্রতিষ্ঠা করতে সবসময় চেষ্টা চালিয়ে গেছে জগদ্ধাত্রী। আর তার এই চেষ্টাতে মুখার্জী বাড়িতে একটু একটু করে জায়গা করে নিচ্ছে স্বয়ম্ভু। উৎসব মেহেন্দি আর বৈদেহী মুখার্জি স্বয়ম্ভুকে কিছুতেই মেনে নিতে পারছেনা।

is in reality jagadhatri and swayambhu is in love

মেহেন্দী জগদ্ধাত্রীর বোন হয়েও দিদির সাফল্য, শান্তি মেনে নিতে পারেনি। আর তাই সবসময় জগদ্ধাত্রীকে ফাঁদে ফেলার চেষ্টা করে। আর এবারেও তার অন্যথা হল না। মেহেন্দীর স্বামী উৎসবের সাথে জগদ্ধাত্রীর সম্পর্ক ছিল। এই কথা মেহেন্দী জানে, বাড়ির কেউ জানেনা, আর সেই কথাটাই সবার সামনে ফাঁস করে দেয়। এর পাশাপাশি এটাও জানায়, উৎসবের সাথে জগদ্ধাত্রীর বিয়ে হয়নি বলেই জগদ্ধাত্রী উৎসবের উপর প্রতিশোধ নিচ্ছে।

জগদ্ধাত্রী রেগে গিয়ে উৎসবকে থাপ্পড় মারে। বাড়ির বাইরে সব কিছু সামলে জগদ্ধাত্রী ক্লান্ত। জগদ্ধাত্রী কাঁদতে থাকে, তাকে সামলায় স্বয়ম্ভু। স্বয়ম্ভু জগদ্ধাত্রীর মন ঠিক করে, হাসানোর চেষ্টা করে। তারপরই দেখা যায় জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুকে রোমান্টিক মুডে। শোনা যাচ্ছে এবার স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীর জীবনে আসবে তাদের সন্তান। জগদ্ধাত্রীর কাছে আবদার করবে স্বয়ম্ভু।

jagadhatri new promo

তবে যখনই রোমান্টিক মুহুর্তের সাক্ষী হন দুজনে তখনই কাজ এসে উপস্থিত হয়। আর তা দেখে ক্ষুব্ধ হন দর্শকরা। বিশেষ করে রেগে যান সাধুদার উপর। তাই তারা বলছেন, ‘হুর ! যখনই রোমান্টিক মুহূর্ত হয় তখনই ফোন চলে আসে যত্তসব। সাধু দা আস্ত unromantic. সুন্দর মুহূর্তটা নষ্ট করল। এই ভাবেই সয়ম্ভুকে। জগদ্ধাত্রীর পাশে দেখতে চাই।’

আরও দেখতে পারেন