‘বর্তমান অভিনেতাদের নিষ্ঠার অভাব’! বিস্ফোরক মন্তব্য শুভাশীষ মুখোপাধ্যায়ের

Subhasish Mukhopadhyay : একটা সময় টলিউডের (Tollywood) প্রত্যেকটা সিনেমায় নায়ক-নায়িকা, খল চরিত্র এবং একটি হাস্য কৌতুক চরিত্র ছিল। কিন্তু সময়ের প্রেক্ষিতে সেই রকম হাস্য কৌতুক

Saranna

actor subhasish mukhopadhyay openup about now days actor's dedication

Subhasish Mukhopadhyay : একটা সময় টলিউডের (Tollywood) প্রত্যেকটা সিনেমায় নায়ক-নায়িকা, খল চরিত্র এবং একটি হাস্য কৌতুক চরিত্র ছিল। কিন্তু সময়ের প্রেক্ষিতে সেই রকম হাস্য কৌতুক চরিত্র আর দেখা যায় না। সেই সময়কার হাস্য কৌতুক চরিত্রে যিনি ছিলেন জনপ্রিয় তিনি হলেন শুভাশিষ মুখোপাধ্যায় (Subhasish Mukhopadhyay)। তাঁর সেই হাস্য কৌতুক মেজাজটা এখন আর নেই। এখন তিনি সম্ভ্রান্ত লুকেই আমাদের সামনে আসেন। তাঁকে দেখা গিয়েছিল বাংলা ধারাবাহিক (Bengali Serial) ‘মুকুট’-এ।

মুকুটের বাবার চরিত্রে। চরিত্রটা এত অভাবনীয় সুন্দর ছির যে, মন সকলেরই আটকে যায়। এই ধারাবাহিকের পর আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি। এখন তিনি চুটিয়ে থিয়েটার করছেন। এই নিয়ে কোনো আফসোস নেই। তিনি মনে করেন ইন্ডাস্ট্রি যখন তাঁকে ডাকবেন তখন তিনি কাজ করবেন, তিনি নিজে কাজ চাইবেন না। এই নিয়ে তাঁর কোনো রাগ নেই।  তিনি বলেন, ‘এটাই তো ইন্ডাস্ট্রির নিয়ম। এভাবেই তো ইন্ডাস্ট্রি চলছে।

actor subhasish mukhopadhyay openup about now days actor's

এটা মেনে নিয়েই আমাদের কাজ করতে হবে। এটাকে না মেনে নিলে আমার নিজেরই অশান্তি।’ এর পাশাপাশি বর্তমান অভিনেতা অভিনেত্রীদের কাজ প্রসঙ্গেও তিনি মুখ খোলেন। তাঁর কথায়, ‘এখনকার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে নিষ্ঠার অভাব রয়েছে। এখনকার জেনারেশন সবসময় মোবাইল হাতে নিয়ে থাকে। যেটা আমার খুবই অপছন্দ। জুনিয়র অ্যাক্টরদের দেখাদেখি সিনিয়র অ্যাক্টররাও মোবাইল দেখে।

সিনিয়র অভিনেতারা যখন কেরিয়ার শুরু করেছিল। তখন তো তারা মোবাইল হাতে করে ঘুরে বেড়াত না। স্ক্রিপ্ট হাতে করে নিয়ে ঘুরে বেড়াত। এখন তাদের সাথেই তাল মেলাচ্ছে’। এর পাশাপাশি তিনি এও বলেন, ‘জুনিয়ররা ধূমপান করছে বলে, তাদের দেখাদেখি সিনিয়ররাও ধূমপান করছেন। কেন এমনটা হচ্ছে? হঠাৎ করে কেন বদলে গেল?’

actor subhasish mukhopadhyay openup about now days actor

উল্লেখ্য, ইন্ডাস্ট্রির হাইফাই জীবন তাঁকে কখনোই বাঁধতে পারেনি। বরং সোজাসাপটা জীবনই তাঁকে সবসময় আকৃষ্ট করেছে। সবসময় সারাজীবন কাজের প্রতি মনোযোগ দিয়ে গেছেন । হাস্য কৌতুক অভিনেতা মানেই যে সবসময় কৌতুক চরিত্রে অভিনয় করবেন তা কিন্তু তিনি করেননি। নিজেকে ভেঙেছেন, আবার নতুন করে গড়েছেন। কখনো খারাপ এবং রক্ষণশীল’ পুরোহিতের চরিত্রে আবার কখনো সম্ভ্রান্ত ব্যক্তিত্বর চরিত্রে।

আরও দেখতে পারেন