সিরিয়াল শেষ হতেই বড়পর্দায় অভিনেত্রী অপরাজিতা, পাড়ি দিলেন মুম্বাই!

Aparajita Adhya : হাসি-খুশি প্রাণবন্ত একজন মানুষ অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আট থেকে আশি সকলের প্রিয় একজন অভিনেত্রী। অপরাজিতা তাঁর হাসি মুখ দিয়েই সকলের মন জয়

Nandini

actress aparajita adhya coming on new project after end serial

Aparajita Adhya : হাসি-খুশি প্রাণবন্ত একজন মানুষ অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আট থেকে আশি সকলের প্রিয় একজন অভিনেত্রী। অপরাজিতা তাঁর হাসি মুখ দিয়েই সকলের মন জয় করে ফেলেন। অভিনেত্রীর মূলমন্ত্র কি জানেন! তিনি বলেন, ‘জীবনের সব কিছু ওভার কাম করা যায় শুধু মাত্র হাসি মুখ দিয়ে। হাসি হচ্ছে ঈশ্বরের দান। সব সময় মন রাখতে হবে আমি হাসলাম মানে অপর জন কেও হাসতে সাহায্য করলাম।

হাঁসলে সমস্ত রকমের দুঃখ কষ্ট ভুলে থাকা যায়।’ অপরাজিতা আঢ্যর লাস্ট সিরিজ ছিল মানসী সিনহা পরিচালিত ছবি ‘এটা আমাদের গল্প’। দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এই সিরিজটি। চলতি সপ্তাহেই অভিনেত্রীর আস্তে চলেছে নতুন ছবি ‘আলেকজান্ডারের পিসি’। পাশাপাশি আগামী মাসেই একটি বিজ্ঞাপনের জন্য মুম্বাই যাচ্ছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

‘আলেকজান্ডারের পিসি’ ছোটোদের নিয়ে একটি ছবি। পুরো কমেডিতে ভরপুর ছবিটি। অপরাজিতা আঢ্য ‘আলেকজান্ডারের পিসি’ ছবি নিয়ে বলেন, ‘এটা খুব সরল একটা ছবি। আমরা আগে যেমন ‘পদিপিসির বর্মিবাক্স’ দেখেছি ঠিক ওই ধরনের ছবি। নয় দশকের মানুষের জীবন যাত্রা ছিল খুবই সহজ-সরল। আর এখন গ্রামের মানুষের জীবনেও জটিলতা এসেছে, স্মার্টফান ঢুকে গেছে।

এই ছবির জন‌্য আমরা হাড়োয়াতে ১৫ দিন ধরে শুটিং করেছি। ওখানকার মানুষ জন খুবই ভালো।হাড়োয়ার মানুষদের মানবিকতা, অতিথিপরায়ণতা ওইরকম ভাবে বেঁচে আছে দেখে আমার খুবই ভালো লাগলো। দুলেন্দ্র ভৌমিকের কাহিনি অবলম্বনে এই ছবি। দেবজ্যোতি সরকার এই ছবিটি পরিচালনা করেছেন। আমাকে ‘আলেকজান্ডারের পিসি’র চরিত্রে দেখা যাবে। এমন মানুষ দর্শকরা আগেও দেখেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

যার অনেক গরু আছে, তাদের ছবি তুলে রাখে যাতে চুরি না হয়ে যায়। গ্ৰামে থিয়েটার হবে বলে আনন্দে মশগুল তিনি। গ্ৰামের ছেলে-মেয়েরা যাতে নষ্ট না হয়ে যায় তাও নজর রাখেন তিনি। ক্লাবের জন্য নিজের বাড়ি ছাড়তে দুবার ভাবেনা। তবে পিসিকে সবাই খুব ভয় পায় তার মেজাজের জন‌্য। কিন্তু পিসিমার মনটা খুব ভালো। টনশা যাত্রার মতো লুপ্তপ্রায় শিল্প এই ছবির একটা প্রধান অংশ।”

আরও দেখতে পারেন