‘কেউ বেঁধে দেবে, সেটা আমার জন্য সমস্যার’, সাক্ষাৎকারে অকপট অভিনেত্রী বাসবদত্তা

Basabdatta Chatterjee : বাংলা বিনোদন জগতের একজন সুপরিচিত অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জী। এখনও অবধি অভিনেত্রী যে কোটি ধারাবাহিক করেছেন তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রায় ১৫

Nandini

actress basabdatta chatterjee openup about her working experience

Basabdatta Chatterjee : বাংলা বিনোদন জগতের একজন সুপরিচিত অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জী। এখনও অবধি অভিনেত্রী যে কোটি ধারাবাহিক করেছেন তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রায় ১৫ বছর কাটিয়ে ফেলেছেন তিনি অভিনয় জগতে। ‘গানের ওপারে’ দিয়ে যাত্রা শুরু করেছিলেন। তারপর একে একে ‘মন নিয়ে কাছাকাছি’, ‘বয়েই গেল’, ‘আসা যাওয়ার মাঝে’ ইত্যাদি আরও অনেক সিরিয়ালে দেখা যায় অভিনেত্রীকে।

সর্বশেষ তাকে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache ৯Koi Moner Katha) সিরিয়ালে সুচরিতার চরিত্রে দেখা যাচ্ছিল। যা সম্প্রতি শেষ হয়েছে। তবে অভিনেত্রীর কোনো বিরাম নেই। একটা ধারাবাহিক শেষ হতেই তিনি নতুন কাজ নিয়ে পর্দায় হাজির হচ্ছেন। সে খবর নিজেই দিলেন ‘হিন্দুস্থান টাইমস বাংলা’কে সাক্ষাৎকার দেওয়ার সময়। অভিনেত্রীকে সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে পর্দায়।

‘আকাশ আট’ চ্যানেলে ‘রাঁধুনি’ নামক একটি শোতে অভিনেত্রীকে দেখা যাবে সঞ্চালিকার ভূমিকায়। অভিনেত্রী নিজেও বেশ খুশি এমন একটা কাজ করে। তিনি জানিয়েছেন তার ক্যারিয়ার শুরু হয়েছিল সঞ্চালনার মধ্যে দিয়েই। আর তাই বহুদিন বাদে আবার সঞ্চালনায় ফিরতে পেরে তিনি নিজেও বেশ খুশি। আর তিনি নিজে রান্না করতে ও খেতে বেশ ভালোবাসেন।

সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘চাইনিজ, থেকে স্যান্ডউইচ, বাঙালি রান্না যেমন লাউ চিংড়ি, শুক্তো, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের ভাপা সব রকমই রান্না করতে পারি। তবে বাঙালি রান্নাগুলো করতে বেশি ভালোবাসি’। এরপর তিনি জানান, তিনি ডায়েটে বিশ্বাসী না হলেও ব্যালেন্স করে খাওয়াটাই পছন্দ করেন। কোনো একদিন বেশি হয়ে গেলে পরেরদিন হালকা খাবার খান।

এরপর অভিনেত্রী নিজের কাজ সম্পর্কে মুখ খোলেন। তার সম্প্রতি শেষ হওয়া অভিনীত সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ নিয়ে তিনি নিজেও বেশ অসন্তুষ্ট তা বোঝাই যায় তার কথায়। অভিনেত্রী জানান, তিনি যা শুনেছিলেন তার কিছুই হয়নি। মাঝপথে ছাড়তে পারেননি তাই শেষ অবধি ছিলেন। তবে তিনি স্পষ্ট করেই জানিয়েছেন, দর্শকদের সুচরিতা চরিত্র ভালো না লাগে তিনি দর্শকদের দোষ দেখেননা। কারণ, তার কথায় ‘যারা আমার কাজ দেখতে পছন্দ করেন, তাঁদের কাছে এটা অবশ্যই একটা আক্ষেপের জায়গা।’

আরও দেখতে পারেন