সিরিয়ালের পর বিজয়লক্ষ্মীর মুকুটে নতুন পালক! ওয়েব প্ল্যাটফর্মে দেখা মিললো তার

টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী হলেন বিজয়লক্ষ্মী চ্যাটার্জী (Bijaylakshmi Chatterjee)। যাকে আমরা দেখেছি, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’, ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি’ সহ একের পর এক জনপ্রিয়

Saranna

actress bijaylakshmi chatterjee in hoichoi series

টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী হলেন বিজয়লক্ষ্মী চ্যাটার্জী (Bijaylakshmi Chatterjee)। যাকে আমরা দেখেছি, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’, ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি’ সহ একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে। রানু হয়েই সকলের কাছে জনপ্রিয় ছিলেন। বেশ অনেকদিন ধরেই ছোটপর্দা থেকে বেপাত্তা ছিলেন অভিনেত্রী। কিন্তু আবার তিনি ফিরলেন। প্রায় দু’বছর পর ‘হইচই’ প্ল্যাটফর্মের ‘হ্যালো’ সিরিজের চতুর্থ সিজনের হাত ধরে আবার সবার সামনে এলেন।

অভিনেত্রীকে তাঁর অনুরাগীরা বেশ মিস করছিলেন, কারণ টিভির পর্দায় দেখা না যাওয়ার কারণে। কিন্তু এবার তাঁকে দেখতে পাবেন হইচই-এ। তাঁকে ওয়েব সিরিজে দেখে সকলেই বেশ খুশি। তিনি নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই চরিত্রে অভিনয় করে তিনি খুবই উত্তেজিত। আদ্যোপান্ত ইতিবাচক চরিত্রেই দেখা মিলবে তাঁর।

bijaylakshmi chatterjee

 

যদিও এর আগে ‘গৌরী এলো’ ধারাবাহিকে কাজ করার সুযোগ আসে। কিন্তু সুযোগ এলেও বাদ দিয়ে দেওয়া হয় বিজয়লক্ষ্মীকে। তারপর থেকে আর দেখা মেলেনি। কিন্তু দর্শকরা বারবার চেয়েছিলেন তাঁকে দেখতে। আর তাই এবার ছোটো পর্দায় নয়, ওটিটিতেই দেখা মিলবে। ‘হ্যালো!’ (Hello!) সিরিজের চতুর্থ সিজনে তাঁকে ছাড়া দেখা যাবে পায়েল সরকার, সৌরভ চক্রবর্তী, ইশা সাহা, লাবণী সরকারকে। 

bijaylakshmi chatterjee in hoichoi series

প্রথম সিজন থেকেই এই ওয়েব সিরিজ শিরোনামে। আগের সিজন গুলোতে, রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকারের অভিনয় সকল দর্শকদের সবার মন কেড়ে নিয়েছিল। এবার একেবারেই নতুন জুটিকে দেখা মিলবে ঈশা সাহা আর পায়েল সরকারকে। এখানে থাকবে টানটান রহস্যময় উত্তেজনা। এই সিরিজের গল্পকার সাহানা দত্ত। পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিমুন্য মুখোপাধ্যায়।

উল্লেখ্য, বিজয়লক্ষ্মী ছোটো থেকেই নাচ করতেন, আর সেই নাচ থেকেই তাঁর কাছে প্রথম ধারাবাহিক ‘সংসার সুখের হয় রমণীর গুণে’র জন্য প্রস্তাব আসে। আর সেই প্রস্তাবে রাজি হয়ে যান। তবে পরিবারের কেউই এই পেশার সাথে যুক্ত ছিলেন না, তিনি ছিলেন একেবারে নতুন। আর নতুন হয়েই প্রথম ধারাবাহিকে অভিনয় করেই মাতিয়ে দিয়েছিলেন সকলকে। সকলের কাছে জনপ্রিয় হয়ে গিয়েছিলেন। এখনও তিনি জনপ্রিয়। আর জনপ্রিয় বলেই তো এখনও মানুষ তাঁকে খোঁজে।

আরও দেখতে পারেন