পর্দার হাসির রাজার জীবন বাস্তবে কেন ‘স্ত্রী বর্জিত’? কারণ জানিয়ে মুখ খুললেন অভিনেতা অম্বরীশ

Ambarish Bhattacharya : টলিউডে (Tollywood) এমন অনেক অভিনেতা আছেন যারা নায়ক নন। তাদের দেখা যায় পার্শ্ব চরিত্রে। সিনেমা কিংবা বাংলা ধারাবাহিক (Bengali Serial) পার্শ্ব চরিত্রেই

Saranna

ambarish bhattacharya openup about why he not get married

Ambarish Bhattacharya : টলিউডে (Tollywood) এমন অনেক অভিনেতা আছেন যারা নায়ক নন। তাদের দেখা যায় পার্শ্ব চরিত্রে। সিনেমা কিংবা বাংলা ধারাবাহিক (Bengali Serial) পার্শ্ব চরিত্রেই তাঁরা বাজিমাত করছেন। আর সেই সব মানুষদের দর্শকরা বেশ আস্বাদন করেন। তাদের জনপ্রিয়তা কোনো অংশেই বড় বড় হিরোদের থেকে কম নয়। হতে পারেনি নায়ক, তাই বলে কি জনপ্রিয়তা নেই? একথা একেবারেই ভুল। আর এই ভুলকে ঠিক প্রমাণ করেছেন যিনি তিনি হলেন, অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)

টলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেতা হলেন, অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। ‘রাজা অ্যান্ড গজা’র গজা কিংবা ‘খড়কুটো’র পটকা বা ব্যোমকেশের অজিত সব চরিত্রেই অম্বরীশ একেবারেই অনন্য। তাঁর চেহারা নায়ক সুলভ না হলেও, এইসব চরিত্রে তিনি জনপ্রিয়। তাঁকে দেখা গেছে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’এ অজিতের ভূমিকায়।

ambarish bhattacharya in raja gaja

সাথে দেব (Dev) এবং রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। ছোটপর্দা থেকে শুরু হয় তাঁর কেরিয়ার জীবন, এরপর এখন দেখা যায় বড়পর্দায় এবং ওটিটিতেও। সবই ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও অনুরাগীদের মনে একটাই প্রশ্ন কেন এখনো তিনি বিয়ে করেননি? আদৌও কি পেয়েছেন মনের মানুষের হদিস? কারণ কখনো তাঁকে নিয়ে কোনোদিন সোশ্যাল মিডিয়ায় কোনোরকম চর্চা হয়নি।

কিন্তু তিনি কি তাহলে এসব থেকে দূরে থাকেন? কি বললেন অম্বরীশ? তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমার অনেক বান্ধবী আছে। তাই অজিতের মতো আমি নই। আমি নারী চরিত্র বেশ ভালো করে বুঝি, সবার থেকে ভালোই বুঝি। এ ব্যাপারে আমার অনেক আগ্রহ আছে’। তিনি এও বলেন, আমার জীবন স্ত্রী বর্জিত, নারী বর্জিত নয়। 

উল্লেখ্য, ব্যোমকেশের অজিত চরিত্রে অম্বরীশ। এত মোটা অজিত? এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনার ঝড় উঠেছিল। এই ট্রোলকে পাত্তা দেননি অম্বরীশ। বরং তিনি এড়িয়ে গেছেন। তিনি সপাটে তাদের প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘অজিতের সাথে কি তাদের পরিচয় ছিল? দর্শকদের মতামত শুনতে আমি রাজি। আমি জানি এই চরিত্রটিতে কাজ করে ভালো করেছি’।

আরও দেখতে পারেন