বাংলা সিরিয়ালে আইফেল টাওয়ারে উঠছে গরু, গৌরী এলোকে ধুয়ে দিল অ্যামিউজিং রি

বর্তমান সময়ে ধারাবাহিকগুলোর (Bengali Serial) টিআরপি (TRP) বাড়াতে গল্পের গোরু গাছে উঠছে। কখনও উড়ন্ত সিঁদুর এসে পড়ছে মাথায়, আবার কখনও উড়ন্ত মালা। আবার কখনও লিপস্টিক

Saranna

amusing rii roasted bengali serial gouri elo viral video

বর্তমান সময়ে ধারাবাহিকগুলোর (Bengali Serial) টিআরপি (TRP) বাড়াতে গল্পের গোরু গাছে উঠছে। কখনও উড়ন্ত সিঁদুর এসে পড়ছে মাথায়, আবার কখনও উড়ন্ত মালা। আবার কখনও লিপস্টিক দিয়ে সিঁদুর পড়াচ্ছে। আবার দেখা যাচ্ছে,  সবাইকে দেবীর রূপ ধারণ করতে। অর্থাৎ অলৌকিক ক্ষমতার অধিকারীনি হচ্ছে। এইসব জিনিস দেখে ব্যাপক ট্রোলের (Trolled) শিকার হচ্ছেন ধারাবাহিক নির্মাতা থেকে ধারাবাহিকের কলাকুশলীরা। 

অন্যদিকে পাল্লা দিচ্ছে ইউটিউবাররা (Youtuber)। এইরকম ঘটনার জন্য ইউটিউবারদেরও সুন্দর কনটেন্ট হচ্ছে। তারাও ধারাবাহিকের অলৌকিক ক্রিয়াকলাপ এর ভিডিও করে রোস্ট (Roast) করছেন। সব জনপ্রিয় ইউটিউবাররা ধারাবাহিক গুলোর অলৌকিক ঘটনা গুলো দর্শকদের সামনে উপস্থিত করছেন। এতে দর্শকরাও খুশি হয়ে যুক্তি দেখাচ্ছেন। সম্প্রতি একজন জনপ্রিয় ইউটিউবার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এলো’ (Gouri Elo) ধারাবাহিকের কাহিনী নিয়ে রোস্ট করেছে।

amusing rii roasted gouri elo serial

‘অ্যামিউজিং রি’ (Amusing Rii) নামে একটি চ্যানেলে উঠে এসেছে গৌরী এলোর অদ্ভুদ কাহিনী। দেখা যাচ্ছে, গৌরী এল ধারাবাহিকে আলপনা দেওয়া হচ্ছে, কিন্তু সেই আলপনা কিছুতেই ভালো হচ্ছেনা। এরপর আলপনার বাটিটা পড়ে যায়। আর তখনই সেই আলপনায় গৌরী পা দিতেই , তার পায়ের ছাপে সুন্দর আলপনাতে ভরে গেল সারা বাড়ি। 

gouri elo serial

আবার দেখা যাচ্ছে, সদ্য অপারেশন হওয়া এক বাচ্ছার জ্ঞান ফেরেনি, তাই তার জ্ঞান ফেরাতে গৌরী তার বুকে মাথা ঠুকল, অমনি তার জ্ঞান ফিরে গেল। আবার দেখা যাচ্ছে, মন্দিরের দরজা কিছুতেই খুলছে না, সবাই ধাক্কা মারছে  তাও খুলছে না। কিন্তু গৌরী যখনই গান করতে শুরু করল, অমনি দরজা খুলে গেল। এরকমই সব অলৌকিক ক্রিয়াকলাপ এই ইউটিউবারের চ্যানেলে রোস্ট হয়েছে। 

ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, ‘বাংলা সিরিয়াল গল্পের গরুকে গাছে নয়, একেবারে আইফেল টাওয়ারে তুলে দিয়েছে’। আবার একজন লিখেছেন  , ‘রূপকথার সিরিয়াল অনেক দেখেছি, কিন্তু গৌরী এলোর মত হাস্যকর সিরিয়াল কখনও দেখিনি’। আর একজন লিখেছেন, ‘বাংলা সিরিয়াল মানে এখন পৃথিবীর অষ্টম আশ্চর্য’। 

আরও দেখতে পারেন