‘বজরঙ্গী ভাইজান’-এর ছোট্ট মুন্নি, রূপে গুণে টেক্কা দেবে বলি অভিনেত্রী দের, দেখুন তার সেই ছবি

২০১৫ সালের সুপারহিট সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। যা মুগ্ধ করেছিল সকল দর্শকদের। এখনও সেই ছবির রেশ দর্শকদের মনে রয়ে গেছে। যতবার দেখেন, নতুন করে , নতুন

Saranna

bajrangi bhaijaan child actress harshaali malhotra's nowdays photo

২০১৫ সালের সুপারহিট সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। যা মুগ্ধ করেছিল সকল দর্শকদের। এখনও সেই ছবির রেশ দর্শকদের মনে রয়ে গেছে। যতবার দেখেন, নতুন করে , নতুন ভাবে সকলে দেখেন, কখনোই একঘেয়ে হয়ে যায়না। বিশেষ করে ছোট্ট মুন্নিকে তো কেউই ভোলেনি। কারণ তাঁকে নিয়েই তো গল্প। এই মুন্নিকেই তাঁর বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন বজরঙ্গি ভাইজান। সেই দৃশ্য, সেই কাহিনী এখনও ভোলেননি দর্শকরা।

মুন্নির চরিত্রে অভিনয় করেছেন, হর্ষালি মালহোত্রা (Harshaali Malhotra)। কেটে গেছে ৭ টা বছর। সময়ের সঙ্গে সঙ্গে ছোট্টো মুন্নিও বদলে গেছে অনেকটাই। এখন সে রূপে গুণে টেক্কা দেবে বলি সুন্দরীদেরও। এখন তাঁর বয়স ১৪। অনেক পার্টি অনুষ্ঠানে তাঁর দেখা মেলে। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যাবে, তিনি কত স্টাইলিশ এবং ফ্যাশনেবল।

bajrangi bhaijaan child actress harshaali malhotra

সালমানের সাথে কাজ করার পর, সেরকম একটা দেখা যায়নি টিভির পর্দায়। অনুরাগীরা ভাবছিলেন, তাহলে কি অভিনয় ছেড়ে দিলেন মুন্নি? আসলে তা নয়, তাঁর কাছে অনেক ছবি এবং অনেক ওটিটির কাজের অফার এসেছে, কিন্তু গল্প পছন্দ হয়নি, তাই তিনি কাজ করেননি। তবে ভালো গল্প হলে, নিশ্চয়ই তিনি কাজ করবেন।

অভিনেত্রী বজরঙ্গি ভাইজান ছাড়াও অভিনয় করেছেন সাবধান ইন্ডিয়া, কবুল হ্যায়, লৌট আও তৃষা, সবসে বড়া কলাকার ইত্যাদি টিভি শোয়ে। সেগুলোতেও অভিনয় করে তিনি সকলের কাছে বেশ জনপ্রিয় হয়েছেন।

harshaali malhotra

আরও পড়ুনঃ শুধু ভারতে নয়, গোটা বিশ্বে জনপ্রিয় এই চার সংগীতশিল্পী! রইল সেই শ্রদ্ধেয় শিল্পীদের পরিচয়

এই তো কিছু মাস আগে, তাঁর মুন্নি চরিত্রের জন্য মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী ভগত সিংহ কোশিয়ারির কাছ থেকে ভারতরত্ন ড. আম্বেদকর পুরস্কার পেয়েছেন। এই পুরস্কার পেয়ে সে সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘ এই পুরস্কার উৎসর্গ করলাম সলমন খান, কবীর খান এবং পুরো ‘বজরঙ্গী ভাইজান’ টিমকে। এই পুরস্কার পেয়ে আমি ধন্য’।


প্রসঙ্গত, শোনা যাচ্ছে, ‘বজরঙ্গী ভাইজান’-এর (Bajrangi Bhaijaan) সিক্যুয়েল আসছে। ছবির নাম হবে, ‘পবন পুত্র ভাইজান’। আর এই ছবির চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন, এস এস রাজামৌলির (SS Rajamouli) বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ (KV Vijayendra Prasad)। দর্শকরা আবার মুন্নিকেই দেখতে চান এই নতুন ছবিতেও। অধীর আগ্রহী হয়ে রয়েছেন দর্শকরা, কবে আসবে এই ছবি।

আরও দেখতে পারেন