আবার এক নতুন ডাক ‘ছবি বাবু’, বাংলা ধারাবাহিকে উনিশ শতকের বাবু কালচার দেখে হাসছেন দর্শক

বাংলায় ইংরেজ শাসন চালু হওয়ার পর, একটা নতুন সম্প্রদায়ের শুরু হয়, সেটা হল বাবু সম্প্রদায়। সেসময়ের ইংরেজি শিক্ষিত ভারতীয়দের নামের আগে বাবু শব্দটি ব্যবহার করা

Saranna

bangla serials can't get rid of the address by putting babu at the name

বাংলায় ইংরেজ শাসন চালু হওয়ার পর, একটা নতুন সম্প্রদায়ের শুরু হয়, সেটা হল বাবু সম্প্রদায়। সেসময়ের ইংরেজি শিক্ষিত ভারতীয়দের নামের আগে বাবু শব্দটি ব্যবহার করা হত। তবে বাবু হতে গেলে তাদের হতে হবে ধনী ব্যক্তি। যেকোনো অনুষ্ঠানে লাখ লাখ টাকা খরচ করার যেন ক্ষমতা থাকে। এককথায় যাকে বলা যেতে পারে টাকা ওড়ানো। তবে টাকা থাকলেই যে সে বাবু, তা কিন্তু নয়। টাকার পাশাপাশি তাঁকে হতে হবে সৌখিন। পোশাকে-আশাকে, খাওয়া-দাওয়া তে, যাতায়াত ব্যবস্থাতেও।

একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, পুরানো জিনিস গুলিই আবার নতুন করে বাস্তবে ফিরে আসছে। এই বাবু কালচারও ব্যতিক্রম নয়। আসলে টিভির পর্দায় বর্তমানে যেসব ধারাবাহিক গুলো দেখা যাচ্ছে, সেখানে দেখবেন নায়িকা উঠে আসছে সমাজের নিম্নবিত্ত শ্রেণী থেকে, আর নায়কেরা উঠে আসছে সমাজের উচ্চবিত্ত শ্রেণী থেকে।

star jalsha serial gaantchora new twist coming soon

প্রতিটা ধারাবাহিকেই এটা হয়ে আসছে। নায়িকা এতটাই গ্রাম্য যে, শহুরে নায়কের পরিবারের সাথে মানাতে পারছেন না। শহুরে নায়করা সবাই ব্যবসায়ী। তাদের পারিবারিক ব্যবসা রয়েছে। আবার কোনো ধারাবাহিকে দেখা যায়, নায়িকার পরিবারের লোক নায়কের পারিবারিক ব্যবসার কর্মচারী।

এরপরে এই গ্রামের মেয়ের সাথেই শহরের ছেলের বিয়ে। গ্রামের লোকেরা শহুরে লোকেদের বাবু বলতেন। সেই সূত্র ধরে নায়িকারাও তাদের স্বামীকে বাবুই বলছেন। বেশিরভাগ ক্ষেত্রে বাবু বলার পিছনে এটাই কারণ। এছাড়াও টাকা পয়সা না দেখে সম্মান দিয়েও কোনো কোনো ধারাবাহিকে বাবু বলতে শোনা যাচ্ছে। সন্তান হয়ে গেলেও তারা বলছেন বাবু। প্রেমের সোহাগে ঢাকা পড়েও তারা বলছেন বাবু। ওগো, হ্যাগো কিগো আর শোনা যাচ্ছেনা।

আরও পড়ুনঃ চ্যানেল বদলানোই কাল! স্টার জলসায় গিয়ে কপাল পুড়েছে এই ৪ অভিনেত্রীর, হয়েছেন সুপার ফ্লপ

এই যেমন মিঠাই ধারাবাহিকে মিঠাই সিড কে ডাকে উচ্ছেবাবু বলে। এরপর এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে উর্মি তাঁর স্বামীকে টুকাইবাবু বলছেন। গৌরী এল ধারাবাহিকে গৌরী ঈশানকে ডাক্তার বাবু বলেছেন। আলতা ফড়িং ধারাবাহিকে ফড়িং অভ্রকে ব্যাংক বাবু ডাকে। অনুরাগের ছোঁয়াতে দীপা সূর্যকে ডাক্তার বাবু বলে ডাকছে।

এত গুলো বাবু ডাক শোনার পর নেটনাগরিকরা ক্লান্ত। কিন্তু ধারাবাহিক নির্মাতারা তাদের ক্লান্তি দূর না করে আবার নিয়ে এলেন বাবু ডাককে। স্টার জলসার পর্দায় নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’ তেও দেখা যাচ্ছে, একই ব্যাপার। মাধবীলতা নায়ক সবুজকে বাবু বলে সম্বোধন করলেন। এটা দেখেই তারা হেসে লুটোপুটি। আর কত বাবু ডাক শুনতে হবে সেই আশায় দিন গুনছেন।

আরও দেখতে পারেন