অভিনয়ের জন্য মার খেতে হয়েছে বাড়িতে, আজ পর্দায় জনপ্রিয় ভিলেন প্রিয়াঙ্কা অভিনেত্রী বর্ণিনী!

Barninee Chakraborty-Priyanka : অভিনয় ছাড়তে নারাজ, মার খেয়ে এক কাপড়ে ছেড়েছিলেন ঘর! পর্দার ভিলেন প্রিয়াঙ্কার জীবন এক যুদ্ধসম

Saranna

barninee chakraborty aka kar kache koi moner katha serial priyanka openup about her struggle

সবার অভিনয় যাত্রা সমান হয় না, কেউ কেউ সুন্দর অভিজ্ঞতা নিয়ে আসে। আর কেউ কেউ কুৎসিত অভিজ্ঞতা নিয়ে আসে। এই তালিকায় অনেকেই রয়েছে। সম্প্রতি এরকমই একজন অভিনেত্রীর নাম উঠে এল। তিনিও এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিলেন। আর সেই অভিজ্ঞতায় শেয়ার করলেন অভিনেত্রী। এই জনপ্রিয় অভিনেত্রী হলেন বর্ণিনী চক্রবর্তী (Barninee Chakraborty)। যাকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Katha)তে।

এই ধারাবাহিকে প্রিয়াঙ্কার চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর চরিত্রটা নেগেটিভ। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে, পরাগ শিমুলকে ডিভোর্স দিয়ে এই প্রিয়াঙ্কাকে বিয়ে করবে। আর তারই তোড়জোড় চলছে। শিমুল নিজের প্রাক্তন স্বামীর বিয়ের তোড়জোড় করছে। এই ধারাবাহিক ছাড়াও তাকে দেখা যাচ্ছে, মিঠিঝোড়া ধারাবাহিকে। সেখানেও তার চরিত্রটি খল। রিল লাইফে প্রিয়া খল হলেও, বাস্তবে কিন্তু তা নয়।

barninee chakraborty openup about her struggle for acting career

বর্ণিনীর বাস্তব জীবনটা অনেকটা কঠিন। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন তিনি। সেখানেই জানালেন নিজের অভিজ্ঞতার কথা। ছোটোবেলা থেকেই অভিনেত্রী মধ্যবিত্ত পরিবার থেকেই বড় হয়েছেন। নাচ নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন। ক্লাসিক্যাল গান শিখেছেন। মায়ের কাছে আবৃত্তি শিখেছেন। ডান্স বাংলা ডান্সে ব্যাকআপ ডান্সার হিসেবে কাজ করেছেন। সারেগামাপাতেও ব্যাকআপ সিঙ্গার হিসেবে কাজ করেছেন।

এই সুন্দর সময়েই বাঁধা পড়ে তার কেরিয়ারে। অভিনেত্রীর কথায়, ‘আমি তখন বাইরের জগত চিনতে শিখেছি। আর তখনই আমার বাড়িতে বলা হয়, সব বন্ধ করে দেওয়া হবে। নাচ ছিল ঠিক আছে। কিন্তু যখন অভিনয় এসেছে তখন সবকিছু বন্ধ করে দেওয়া হবে। রীতিমতো আমাকে মারধর করা হয়। আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিই, আমাকে এখান থেকে বেড়িয়ে যেতে হবে। নাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারব না।’

এরপর বাড়ি থেকে বেড়িয়ে আসেন। সেইসময় পরিবারের কেউ পাশে ছিলনা। বাড়ির সকলেই ছিল তার বিরুদ্ধে। বাইরে এসে রেন্টে বাড়ি নিয়ে থাকেন। ওখানে থেকেই ছোটো ছোটো কাজ করতে শুরু করেন। তারপরে এভাবে চলতে চলতে ২০২১ এ একটা পারিবারিক চরিত্রে তাকে ডাকা হয়। আর সেখান থেকেই তার অভিনয় জীবনে আসে টার্নিং পয়েন্ট। আর বর্তমানে তাকে প্রিয়াঙ্কার চরিত্রে অধিকাংশ দর্শক চিনে গেছেন।

আরও দেখতে পারেন