লিপস্টিক দিয়ে বিয়ে দেখিয়েই TRP তে টপার ‘ধূলোকনা’! পিছিয়ে পড়ল ‘গাঁটছড়া’ও, রইল সম্পূর্ণ তালিকা

প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি। টিআরপির জন্য সকলে বেশ আশা নিয়ে অপেক্ষা করেন প্রতি সপ্তাহে। পছন্দের বিনোদন কতটা জায়গা করে নিতে পেরেছে সেটা জানতে। বর্তমানে

Nandini

bengali serial trp on 31st october

প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি। টিআরপির জন্য সকলে বেশ আশা নিয়ে অপেক্ষা করেন প্রতি সপ্তাহে। পছন্দের বিনোদন কতটা জায়গা করে নিতে পেরেছে সেটা জানতে। বর্তমানে আবারও টিআরপি তালিকায় (TRP List) বেশ রদ বদল চোখে পড়েছে। ‘মিঠাই’ অনেকটা পিছিয়ে পড়েছে তালিকায়। সেখানে গাঁটছড়া, ধূলোকনা এরা আবার নিজের জায়গা করে নিতে তালিকায় উপরের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। বর্তমানে চমক দিচ্ছে গৌরী এলো। প্রায় প্রতি সপ্তাহেই দর্শকদের নজরকাড়া স্থানে থাকছে সিরিয়ালটি।

তবে এবারের টক্করটা আবারও চোখে পড়ার মতো। সব গল্পেই নতুন নতুন মোড়। প্রায় সকলেই সেজে উঠেছে উৎসবের সাজে। কে কাকে টক্কর দিয়ে এগিয়ে গেল তা জানতে এবারে দর্শক অপেক্ষা করেছেন কয়েকটাদিন বেশি। এবারের তালিকায় প্রথম স্থানটি জয় করেছে ‘ধূলোকনা’। ধূলোকনা আবার একবার বিয়ে দেখিয়ে বাজিমাত করে দিয়েছে। গৌরী এল প্রথম স্থান হারালেও দ্বিতীয় স্থানে নিজের জায়গা করে নিয়েছে।

7th oct bengali seral trp list grouri elo 1st jagadhatri topper where is gatchhora mithai see complete list

মিঠাই আবারও অনেকটা নিচের দিকে। সেরা ৫ এও জায়গা করে নিতে পারেনি। এদিকে মিঠাইয়ের গল্পেও এসেছে দর্শকের পছন্দসই মোড়। মিঠাই সিদ্ধার্থর সন্তান আসতে চলেছে। অনুরাগের ছোঁয়ায় দীপার মা কালী রূপ দর্শকের নজর কেড়েছে তাইত দ্বিতীয় স্থানে উঠে এসেছে ধারাবাহিকটি। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে সেরা ১০ সিরিয়াল হিসাবে  তালিকায় করা স্থান পেল?

সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ

ধূলোকনা – ৮.৩ (প্রথম)
গৌরী এল / অনুরাগের ছোঁয়া – ৭.৭ (দ্বিতীয়)
জগদ্ধাত্রী – ৭.৫ (তৃতীয়)

আলতা ফড়িং – ৭.৩
গাঁটছড়া – ৭.২
মাধবীলতা – ৬.৮
সাহেবের চিঠি – ৬.৫
মিঠাই – ৬.৪
এক্কা দোক্কা – ৬.৩
লক্ষী কাকিমা সুপারস্টার – ৬.০

এবারের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছে মাধবীলতা, এক্কা দোক্কা, সাহেবের চিঠি। মিঠাই পৌঁছে গেছে অষ্টম স্থানে। হরগৌরী পাইস হোটেল এখনও দর্শকের মনে দাগ কাটতে পারেনি। নতুন ধারাবাহিক নবাব নন্দিনীও বিশেষ জায়গা করে নিতে পারেনি দর্শকের মনে। এই সপ্তাহে পিলু ৫.০ পয়েন্ট পেয়েছে। লালকুঠি ৪.২ পয়েন্ট। বুদ্ধিদীপ্ত বোধিসত্ত্বও অনেক পিছিয়ে ৩.৪ পয়েন্ট পেয়েছে।

ধারাবাহিক ছাড়াও চ্যানেল গুলিতে অনুষ্ঠিত হয় নন ফিকশন কিছু শো। ধারাবাহিকের মতো তাদেরও টিআরপি পয়েন্ট প্রাপ্ত হয়ে থাকে। জী বাংলা ও স্টার জলসার নন ফিকশন শো গুলির মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে এবারে জী বাংলার দিদি নং ১ রবিবার স্পেশাল পর্ব ৬.৪ পয়েন্ট। জী বাংলার অন্যতম শো সা রে গা মা পা পেয়েছে ৫.৯ পয়েন্ট। স্টার জলসার ডান্স ডান্স জুনিয়র পেয়েছে ৪.৭ পয়েন্ট। আর জী বাংলার রান্নাঘরের প্রাপ্ত পয়েন্ট ১.২।

আরও দেখতে পারেন