একঝাঁক নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন জনপ্রিয় তারকারা! কে কোন সিরিয়ালে থাকছেন দেখে নিন

দর্শকরা ধারাবাহিক বিমুখ হচ্ছেন বলেই চ্যানেল কর্তৃপক্ষ অন্যরকম ব্যবস্থা নিচ্ছে। পুরানো ধারাবাহিক বদলে আনছেন নতুন ধারাবাহিক। এমনকি ধারাবাহিক গুলোতে আনছেন নতুন নতুন চরিত্রের সমাহার। এই

Saranna

bengali serials known actors and actresses are returning in a new way

দর্শকরা ধারাবাহিক বিমুখ হচ্ছেন বলেই চ্যানেল কর্তৃপক্ষ অন্যরকম ব্যবস্থা নিচ্ছে। পুরানো ধারাবাহিক বদলে আনছেন নতুন ধারাবাহিক। এমনকি ধারাবাহিক গুলোতে আনছেন নতুন নতুন চরিত্রের সমাহার। এই যেমন জি বাংলায় কখনও যে অভিনেত্রী কোনো ধারাবাহিকে কাজ করেননি, সেই অভিনেত্রীকে আনা হচ্ছে জি বাংলার পর্দায়। শুধু জি বাংলা (Zee Bangla) কেন, স্টার জলসা (Star Jalsha) সহ অন্যান্য ধারাবাহিক চ্যানেল গুলোতে এমন পরিবর্তন দেখা মিলছে।

আমরা দেখেছি, স্টার জলসায় অনেক ধারাবাহিক বন্ধ হয়ে গেছে। ‘বৌমা একঘর’, ‘আয় তবে সহচরী’, ‘খেলাঘর’, ‘মন ফাগুন’ সহ অনেক গুলো ধারাবাহিক। শুধু স্টার জলসা নয়, জি বাংলাতেও দেখা গেছে ধারাবাহিক শেষ করে দেওয়ার হিড়িক। এই হিড়িকে সবথেকে বেশি এগিয়ে আছে যদিও স্টার জলসা। এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় ফাঁকা স্লট গুলোই আসছে নতুন ধারাবাহিক। পাশাপাশি আসছে নতুন নতুন অভিনেত্রী।

shaurja batyacharyya and debadrita basu get pair in alor thikana

ইতিমধ্যেই স্টার জলসায় ঘোষণা হয়ে গেছে নতুন ধারাবাহিকের সম্প্রচার। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ‘আয় তবে সহচরী’র বদলে অর্থাৎ রাত দশটার স্লটে দেখা মিলবে, ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri pice hotel)। এই ধারাবাহিকে জুটি বাঁধছেন নতুন অভিনেতা অভিনেত্রী। নতুন অভিনেতা বলা যায়না, কারণ এই ধারাবাহিকে যে নায়কের ভূমিকায় অভিনয় করছেন, তিনি হলেন, অভিনেতা রাহুল মজুমদার (Rahul Mazumdar)।

যিনি এর আগে স্টার জলসায় খুকুমণি হোম ডেলিভারি তে বিহান পাগলার ভূমিকায় অভিনয় করেছেন। তবে এই ধারাবাহিকের নায়িকা নবাগতা। নায়িকার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় (Suvosmita Mukherjee)।স্টার জলসায় আরও একটি জুটি আসছে, এখনও জানা যায়নি ধারাবাহিকের নাম।

horogouri pice hotel actress suvosmita mukherjee's real identity1

তবে জুটি হিসেবে কারা রয়েছে, তা জানা গেছে, এবার নতুন জুটি বাঁধছেন ‘কৃষ্ণকলি’ (Krishnakoli) ধারাবাহিকের শ্যামা ওরফে তিয়াসা রায় (Tiyasha Roy) এবং ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের নায়ক নিখিল ওরফে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। যদিও এই জুটি নতুন নয়, পুরাতন। কিন্তু স্টার জলসায় নতুন। জি বাংলাতেও দেখা গেছে, নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) তে নতুন জুটি। এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করছেন যিনি তিনি শুধুমাত্র জি বাংলা চ্যানেলে নবাগতা, কারণ তিনি এর আগে কালার্স বাংলায় অভিনয় করেছেন।

আরও পড়ুনঃ ধারাবাহিকের জনপ্রিয় ৪ অভিনেত্রী এবার একসাথে আসছেন ওয়েব প্ল্যাটফর্মে! কারা থাকছেন দেখে নিন

bengali serials known actors and actresses coming soon on new project

জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়কের নাম হল সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukhopadhyay)। তবে নায়িকা হিসেবে যাকে দেখা যাচ্ছে, সে সম্পূর্ণ এক নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। আবার সান বাংলাতেও দেখা যাচ্ছে নতুন জুটি। দেবাদৃতা বসু (Debadrita Basu) এবং জন ভট্টাচার্য (John Bhattacharya) এই নতুন জুটি নিয়ে আসছে, ‘আলোর ঠিকানা’ ধারাবাহিক। অন্যদিকে আবার শোনা যাচ্ছে, অভিনেতা শন ব্যানার্জীও (Sean Banerjee) পূজোর পরে পরেই ফিরবেন অন্য ভাবে। আবার অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ও তার অনুরাগীদের খুব শীঘ্রই ফেরার আভাস দিয়েছেন।

আরও দেখতে পারেন