যশের সাথে নজরকাড়া অভিনয়, দীর্ঘবিরতির পর পর্দায় ফিরছেন ‘বোঝেনা সে বোঝেনা’ অভিনেত্রী

টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় একটি মুখ দেবপর্ণা পাল চৌধুরী (Debaparna Pal Chowdhury)। চিনতে পারছেননা বোধহয়। ‘বোঝে না সে বোঝেনা ‘ (Bojhe Na Se Bojhe Na) এর

Saranna

bojhe na se bojhe na actress debaparna pal chowdhury comeback in star jalsha meyebela serial

টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় একটি মুখ দেবপর্ণা পাল চৌধুরী (Debaparna Pal Chowdhury)। চিনতে পারছেননা বোধহয়। ‘বোঝে না সে বোঝেনা ‘ (Bojhe Na Se Bojhe Na) এর অরণ্যের দিদি বললে সকলেই চেনেন। এই ধারবাহিকের আগে অনেক ধারাবাহিকে অভিনয় করলেও, এই ধারাবাহিক তাঁকে সুখ্যাতি এনে দিয়েছে। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য ধারাবাহিক হল, ‘নেতাজী’, ‘ভানুমতির খেল’, ‘স্বপ্ন উড়ান’, ‘পুন্যি পুকুর’।

ত্রিনয়নীর পর আর খোঁজ মেলেনি অভিনেত্রীর। অনুরাগীরা চাইছিলেন যে তিনি ফিরুক। আর তাই অনুরাগীদের কথা মাথায় রেখেই, আবার দেখা মিলবে টিভির পর্দায়। স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘মেয়েবেলা’ । এই ধারাবাহিকেই একটা বিশেষ চরিত্রে দেখা মিলবে। তাঁর এই আগমনে খুশি সকল অনুরাগীরা। 

debaparna pal chowdhury bojhe na se bojhe na serial

কারণ ২০২০ তে বিয়ের পর এল কোভিড। কোভিডে হারিয়েছেন অনেক প্রিয় মানুষকে। আর সেই কারণেই শ্যুটিং বন্ধ রেখেছিলেন। চুটিয়ে সংসার করেছেন। অনেক কাজের সুযোগ এলেও তিনি কাজ করেননি। তবে এখন তো সব স্বাভাবিক তাই আবারও ফিরলেন তিনি। অভিনেত্রীর এই জনপ্রিয়তার পিছনে রয়েছে অনেক স্ট্রাগল। 

debaparna paul chowdhury

অভিনেত্রী এক সাক্ষাৎকারে অভিনয় জগতে প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘প্রথম যেদিন আমার শ্যুটিং এর কল ছিল, সেদিন গিয়েছিলাম সকাল সাতটায়, কিন্তু রাত এগারোটা পর্যন্ত বসিয়ে রেখেও আমাকে দিয়ে কোনো অভিনয় করানো হয়নি। সেদিন বুঝেছিলাম, অভিনয় জগতে থাকতে হলে ধৈর্যের প্রয়োজন, শুধু অভিনয় জগতে নয়, জীবনে এগিয়ে যেতেও দরকার ধৈর্যের’।

debaparna pal chowdhury in meyebela serial star jalsha

শুধু ধৈর্য ধরতে হয়নি, কেরিয়ারের প্রথমে তাঁকে অনেক কথা শুনতে হয়েছে বড়দের কাছ থেকে। তখন তিনি ছোটো ছিলেন আর তাই জবাব দিতে পারেননি । এইসব শুনে তিনি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। আর তার পর কাউন্সিলিং করতে হয়। এই ঘটনার পর এই শিক্ষা পেয়েছেন, যখন যেটা বলার দরকার, তখন সেটা বলে দিতে হয়, নাহলে সমস্যা আরও বাড়ে। 

আরও দেখতে পারেন