অন্তরার চক্রান্তে মিতুল’মা কে ‘মিথ্যেবাদী’ ভাবলো গুগলি! মেয়েকে হারিয়ে ফেলবে মিতুল? রইল প্রোমো

জী বাংলার (Zee Bangla) বর্তমান জনপ্রিয় সিরিয়াল গুলির একটি হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। মিতুল ইন্দ্র যেভাবে একসময় বিয়ের বাঁধনে বাঁধা পড়েছিল আজ আর সেই

Nandini

gugli misunderstood her mitul maa

জী বাংলার (Zee Bangla) বর্তমান জনপ্রিয় সিরিয়াল গুলির একটি হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। মিতুল ইন্দ্র যেভাবে একসময় বিয়ের বাঁধনে বাঁধা পড়েছিল আজ আর সেই পরিস্থিতি নেই। সময়ের সাথে গল্পের খাতিরে তাদের সম্পর্কে এসেছে পরিবর্তন। বর্তমানে মিতুলকেই বড্ড ভালোবাসে ইন্দ্র। শুধু তাই নয় মিতুলও ইন্দ্রকে খুব ভালোবাসে। তারা একে অপরের কাছে স্বীকার করে নিয়েছে নিজেদের ভালোবাসার কথা।

কিন্তু, ধারাবাহিকের নিয়ম যখনই সব ঠিক হতে বসে তখনই ভিলেন এন্ট্রি মারে। এখানেও উল্টোটা হয়নি। মিতুল ইন্দ্র যখন একে অপরকে ভালোবেসে একসাথে সংসার শুরু করবে তখনই তাদের জীবনে ফিরে আসে নতুন ভিলেন। ইন্দ্রর প্রাক্তন স্ত্রী অন্তরার এন্ট্রি হয়। যাকে এতদিন সকলে মৃত বলেই জানতো। আর সে ফিরে এসেই জোর করে তার অধিকার ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে।

gugli misunderstood mitul

সম্প্রতি, এই ধারাবাহিকের একটি প্রোমো সামনে এসেছে। এমন একটি ধামাকা প্রোমো পেয়ে দর্শক বেশ খুশি হয়েছেন। গুগলি যে আসলেই ইন্দ্র আর অন্তরার সন্তান সোহাগ সেই খবর এতদিন প্রকাশ পায়নি। মিতুল বা ইন্দ্র কারুরই জানা হয়ে ওঠেনি গুগলির আসল পরিচয়। গুগলিকে ছোট থেকে মিতুল মানুষ করে এসেছে। গুগলি এমনিতেও মিতুলের কাছে তার সন্তান।

নতুন প্রোমোতে দেখা যাচ্ছে অন্তরা গুগলির আসল পরিচয় পরিবারের সকলের সামনে নিয়ে আসে। গুগলি আর ইন্দ্রর ডিএনএ টেস্টের রিপোর্ট পেশ করে সে সকলের সামনে আর এটা প্রমান করে দেয় যে, গুগলিই সোহাগ। ইন্দ্র আর অন্তরার মেয়ে। একথা মিতুলকে কিছুটা কষ্ট দেয়।  কিন্তু মিতুল সবথেকে বেশি কষ্ট পায় যখন গুগলি ইন্দ্র তার বাবা জানতে পারার পর তার মিতুল মাকে মিথ্যেবাদী বলে।

ছোট্ট গুগলি এতদিন জানতো তার বাবা নেই। তার মিতুল মা তাকে এমনটাই জানিয়েছিল। মিতুলও যে সত্যিটা জানতো না। তবে হঠাৎ করে গুগলির সামনে তার আসল পরিচয় আসতেই সে মিতুলকে প্রশ্ন করে, ‘মিতুল মা, তুই যে বলেছিলি আমার বাবা নেই। তাহলে তুই আমাকে মিথ্যে কথা বলেছিলি’। একথা মিতুলকে কষ্ট দেয়। তবে মিতুল কিভাবে সব আবার ঠিক করে তা আগামী পর্ব গুলিতেই বোঝা যাবে।

আরও দেখতে পারেন