আর ভালোবেসে নয়, ময়ূরীকে শাস্তি দিতে এবার মেঘকে নিয়ে থানায় যাবেন মধুমিতা!

Icche Putul : জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’। ধারাবাহিকটি ইতিমধ্যেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। ধারাবাহিকের কাহিনীর জনপ্রিয়তাও বেশ। তার জন্য

Saranna

icche putul serial madhumita stand beside megh against mayuri

Icche Putul : জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’। ধারাবাহিকটি ইতিমধ্যেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। ধারাবাহিকের কাহিনীর জনপ্রিয়তাও বেশ। তার জন্য টিআরপি তালিকাতেও বেশ জায়গা করে নিয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে,  মেঘের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মেঘের পাশে সকলেই রয়েছে। এমনকি মা মধুমিতাও রয়েছেন।

এদিনের পর্বে দেখা যাচ্ছে, যে মেঘকে মা মধুমিতা একদম সহ্য করতে পারতেন না। সেই মেঘের পাশে বসে স্যুপ খাইয়ে দিচ্ছে মা মধুমিতা। মেঘ খেতে না চাইলেও তার মা তাকে স্নেহের সাথে স্যুপ খাইয়ে দিচ্ছে। আর তা দেখে ময়ূরী রেগে আগুন। ময়ূরী খুব উল্টোপাল্টা কথা বলে। আর বলে ও যা করেছে, ওটার জন্য ওকে শাস্তি দেওয়া উচিত। 

icche putul serial madhumita against mayuri

ময়ূরীর কথা কেউ পাত্তা দেয় না। আর তাই ময়ূরী নিজের ফোন বের করে মেঘের পরিকল্পনা করার কুকীর্তির ভিডিও দেখাতে যায়। কেউ দেখতে চায়না। অনিন্দ্য বাবু বলে মেঘের উপর ষড়যন্ত্র করা হয়েছে। এরপর মধুমিতা বলেন, মেঘ প্রমাণ করে দেবে এর পিছনে ময়ূরীর হাত আছে। মেঘকে মধুমিতা বলে, ‘মেঘ আমি বলছি, তুই থানায় গিয়ে কমপ্লেন লেখা তোর সন্দেহ হচ্ছে দিদির উপর। কারণ এই ঘটনা তোর দিদি আগেও ঘটিয়েছে’।

এরপর মধুমিতা দেবী সবটা পরিষ্কার করে দেয়, ‘ওর যদি কোনো হাত না থাকে, তাহলে হঠাৎ কেন ও তোর অনুষ্ঠান দেখতে গেল। এত বছর ধরে আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। শুধু ময়ূরী একা নয়, এর সাথে রূপও রয়েছে। আমি জানি ও কি করতে পারে।’ ময়ূরী এরপর বুঝতে পারে এখন তার পাশে কেউ নেই, সবাই মেঘের পাশে রয়েছে। 

icche putul serial madhumita suspact mayuri

মেঘও ময়ূরীকে বুঝিয়ে দেয়, সে কেন শুধু শুধু এরকম একটা পরিস্থিতি তৈরি করবে। যেখানে সে জানে এরকম পরিস্থিতি তৈরি করলে নিজের কাজের ক্ষেত্রে মান সম্মান হারাবে। অন্যদিকে গিনিও দাদাকে বোঝায় এই সব কিছুর পিছনে রয়েছে রূপ। পরিকল্পিত চিঠিটাও রূপ পাঠিয়েছে। এই সব ঘটনা দেখে দর্শকরা বলছেন  কবে আসল সত্যিটা প্রকাশ পাবে?

আরও দেখতে পারেন