জল কিংবা খাবার কিনতে গিয়ে ট্রেন মিস? ফেরত পাবেন টাকা! জানুন কি করণীয়

ট্রেন যাতায়াতের একটা বিরাট মাধ্যম। বহু মানুষ স্কুল, কলেজ, অফিস বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ট্রেনের উপর নির্ভরশীল। দ্রুত পৌঁছতে ট্রেনটাই বেছে নেন অধিকাংশ। তবে

Nandini

if you miss the train than do what know the rules

ট্রেন যাতায়াতের একটা বিরাট মাধ্যম। বহু মানুষ স্কুল, কলেজ, অফিস বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ট্রেনের উপর নির্ভরশীল। দ্রুত পৌঁছতে ট্রেনটাই বেছে নেন অধিকাংশ। তবে আমরা ট্রেনে যাতায়াত তো করি। ট্রেন সম্পর্কে সব তথ্য আমাদের কি জানা আছে? অবশ্যই না। আমরা অনেকেই এমন অনেক নিয়ম জানিনা ট্রেনের যা আমাদের ছোট ছোট বিপদে সাহায্য করতে পারে।

আজ এমনই একটা ছোট্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করতে হাজির হয়েছি আমরা। আমরা অনেকেই দূরপাল্লার ট্রেন বা কাছাকাছি ট্রেনে যখন যাতায়াত করি তখন ভুলবশত কিছু জিনিস আমাদের বিপদে ফেলতে পারে মাঝপথে। কোনো স্টেশনে জল বা খাবার কিনতে চলে যান অনেকেই। কিন্তু সেই মুহূর্তে যদি আপনি ট্রেনটাই আর না ধরতে পারেন?

if you miss the train than how get back the fare

ভেবে দেখেছেন তখন কি করণীয়? এরকমটা অনেকের সাথেই হয়ে থাকে। কিন্তু এভাবে ট্রেন মিস করলে সেই ট্রেনে কি পুনরায় আপনি চড়তে পারবেন? কিভাবে সেটা সম্ভব? কিংবা আদৌ সম্ভব কিনা চলুন জেনে নেওয়া যাক। ট্রেনের সিগনাল খেয়াল না করায়। যদি ট্রেন মিস করে ফেলেন সেক্ষেত্রে আপনি টাকা ফেরত পেতে পারেন।

ভাবছেন তো কিভাবে? নিয়ম অনুযায়ী, ট্রেনের যাত্রা শুরুর আগেই যদি আপনি ট্রেন মিস করে যান তাহলে আপনি টাকা ফেরত পাবেন। তবে তার জন্য আপনাকে করতে হবে এই ছোট্ট একটি কাজ। সেই টাকা ফেরত পেতে আপনাকে ফাইল করতে হবে টিডিআর।

সেখানে আপনাকে দিতে হবে আপনার ট্রেন মিস করার যথোপযুক্ত কারণ। কিন্তু মনে রাখবেন এই টিডিআর আপনাকে ফাইল করতে হবে ট্রেন ছেড়ে যাওয়ার ১ ঘন্টার মধ্যে। তাহলে এবার থেকে আর ট্রেন মিস করলে হতাশ হবেন না বা ভয় পাবেন না যেন।

আরও দেখতে পারেন