‘ওর অভিনয় দেখে আমি ডায়লগ ভুলে যাই’, পুতুলের অনবদ্য অভিনয়ে মুগ্ধ সহ অভিনেতাও

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha)। এই সিরিয়ালে শিমুল যতটা গুরুত্বপূর্ণ তেমনই আরেকটি গুরুত্বপূর্ণ

Nandini

kar kache koi moner katha serial sritama aka putul's acting praised by everyone

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha)। এই সিরিয়ালে শিমুল যতটা গুরুত্বপূর্ণ তেমনই আরেকটি গুরুত্বপূর্ণ ও চর্চিত চরিত্র হল ‘পুতুল’ চরিত্রটি। ধারাবাহিকে পুতুল একজন স্পেশাল চাইল্ড। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকে। পুতুল চরিত্রটির শরীরের বয়স বাড়লেও মনের বয়স ধীরে ধীরে বাড়ছে।

সে আর পাঁচজনের মত বেশি জটিল করে সবটা ভাবতে পারেনা। সে শুধু বোঝে ভালোবাসার ভাষা। প্রথম দিন থেকেই শিমুল শ্বশুরবাড়িতে তার মনের কথা ভাগ করে নিতে এই একটি মানুষকে পেয়েছে। সবসময় সে শিমুলের পাশে থেকেছে। আসলে শিমুল তাকে যেভাবে আপন করে নিয়েছে পুতুলের সরল মন সেই ভালোবাসা চিনতে ভুল করেনি।

kar kache koi moner katha serial sritama aka putul's acting praised

দিনে দিনে পুতুল চরিত্রটা সকলের কাছেই বেশ প্রিয় হয়ে উঠেছে। আর পুতুল শিমুলের মাঝে যে একটা সুন্দর বন্ডিং তা আরও বেশি ভালোলাগার হয়ে উঠেছে দর্শকদের কাছে। পুতুল চরিত্রটিকে প্রথমে দর্শক ‘জল নুপুরের’ পারি চরিত্রের সাথে তুলনা করে কটাক্ষ করেছিলেন। তবে বর্তমানে সেই চরিত্র ছাপিয়ে পুতুল নিজের জায়গা করে নিচ্ছে অনুরাগীদের মনে।

আরও পড়ুনঃ ‘ডোডো দা’র জন্মদিন বলে কথা, কি শুভেচ্ছা বার্তা দিল ‘মৌ’? খুশিতে লাফাচ্ছেন অনুরাগীরা

অনেকের মতে, পুতুলও পারি’র মতই খুব সুন্দর একটা চরিত্র। অভিনেত্রী শ্রীতমাকে তার চরিত্র নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন তিনি তার এই স্পেশাল চাইল্ডের চরিত্রটি নিজের ভাইকে দেখে কিছুটা আয়ত্ত করার চেষ্টা করেন। সেই লক্ষ্য করেই অভিনেত্রী পুতুলের অভিনয়ে প্রাণ দেওয়ার চেষ্টা করেন। পুতুলকে আরও বাস্তব করে তোলার চেষ্টা করেন।

শ্রীতমার এই চরিত্রে অভিনয় দেখে শুধুমাত্র যে দর্শক মুগ্ধ হন তা নয়। মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর অনস্ক্রিন বর অর্থাৎ তীর্থও। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘শ্রীতমার অভিনয়ে তিনি নিজে ডায়লগ বলতে ভুলে যান। আর শিমুল-পুতুলের বন্ডিং তো নতুন করে কিছু বলার অপেক্ষাই রাখে না।

আরও দেখতে পারেন