‘বাবা হিসেবে আমি ভালো নই’, আক্ষেপের সুর অভিনেতা কৌশিকের গলায়!

Koushik Roy : জি বাংলায় (Zee Bangla) আসছে নতুন নতুন ধারাবাহিক। সেইসব ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই সকলের সামনে এসেছে। তার মধ্যে একটি ধারাবাহিক হল ‘আলোর কোলে’

Saranna

koushik roy openup about relationship between he and his daughter

Koushik Roy : জি বাংলায় (Zee Bangla) আসছে নতুন নতুন ধারাবাহিক। সেইসব ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই সকলের সামনে এসেছে। তার মধ্যে একটি ধারাবাহিক হল ‘আলোর কোলে’ (Alor Kole)। ধারাবাহিকটিতে ভৌতিকতা এবং অলৌকিকতার প্রকাশ পেয়েছে। তবে সেই ভৌতিকতা কোনো খারাপের জন্য নয়, ভালোর জন্যই। একজন মা, সে মরে যাওয়ার পরও তার মেয়েকে আগলে রাখে। মেয়ের সব খোঁজ খবর নেয়।

এই সুন্দর কাহিনীর বিন্যাসে সৃষ্টি ধারাবাহিকটি। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন, স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder), কৌশিক রায় (Koushik Roy) ও সমু সরকার (Somu Sarkar)। কৌশিকের স্ত্রীর চরিত্রে থাকবেন স্বীকৃতি। ধারাবাহিকটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রসেনজিতের প্রযোজনা সংস্থা ‘এন আইডিয়াস’। ২৭ শে নভেম্বর থেকে জি বাংলায় দেখা যাবে ধারাবাহিকটি। সকলেই ধারাবাহিকটি দেখার জন্য উদগ্রীব। জোরকদমে চলছে শ্যুটিং।  

koushik roy

এই প্রথমবার একসাথে কৌশিক এবং স্বীকৃতি। স্বীকৃতিকে আগে দেখা গিয়েছিল অর্পণ ঘোষালের সাথে। স্বীকৃতির সাথে অভিনয় করতে বেশ ভালোই লাগছে কৌশিকের। বেশ এনজয় করে কাজটা করছেন। যে ছোট্ট বাচ্চাটিকে প্রোমোতে দেখানো হয়েছে, তার সাথে কৌশিকের এখনো শ্যুটিং শুরু হয়নি। 

ধারাবাহিকের গল্প প্রসঙ্গে, কৌশিক জানান, ‘গল্পতে দেখা যাবে বাবা সব সময় চায়, মেয়ের বন্ধু হয়ে উঠতে, কিন্তু মেয়ে বাবাকে পছন্দ করে না। এইভাবেই এগোবে গল্প।’ বাস্তবেও কৌশিকের রয়েছে একরত্তি মেয়ে। মেয়ের নাম মৈথিলী । নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই খোলামেলা নন তিনি। অভিনেতার স্ত্রীর নাম পর্শিয়া রায়। প্রেম করেই বিয়ে করেছিলেন। স্ত্রীকে কখনোই আনেননি লাইমলাইটে।

তবে মেয়ের ছবি একবার প্রকাশ্যে এনেছিলেন। মেয়ের বয়স এখন ছয়। বর্তমানে তাঁর দুটো পরিচয় বাস্তবে মৈথিলীর বাবা, আর পর্দাতেও একজনের বাবা। বাস্তবে কেমন বাবা কৌশিক? এ প্রসঙ্গে অভিনেতা জানান, ‘আমার মেয়ের কাছে আমি ভালো বাবা হয়ে উঠতে পারিনি। কিন্তু বন্ধু হিসেবে আমি অপরিহার্য। আমি সবসময় চাই ওর সাথে বন্ধুর মতো মিশতে। আর এখানে কাজ করতে বেশ ভালো লাগছে’।

আরও দেখতে পারেন