‘পঞ্চমী’কে দেখে ‘গৌরী এল’ তেও নাগিন ট্র্যাক! পর্ব দেখে ব্যাপক ট্রোল নেটপাড়ায়

আমরা কুসংস্কারাচ্ছন্ন, কিন্তু এই কুসংস্কার থেকে মুক্ত হওয়ার উপায়গুলো, বিভিন্ন চ্যানেল তাদের ধারাবাহিক গুলোর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলে। কিন্তু এই কুসংস্কার থেকে মুক্ত হওয়ার উপায়

Saranna

like panchami, troll gouri elo to netpara after chasing snake

আমরা কুসংস্কারাচ্ছন্ন, কিন্তু এই কুসংস্কার থেকে মুক্ত হওয়ার উপায়গুলো, বিভিন্ন চ্যানেল তাদের ধারাবাহিক গুলোর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলে। কিন্তু এই কুসংস্কার থেকে মুক্ত হওয়ার উপায় দেখাতে গিয়ে, তারা এমন কিছু দেখাচ্ছে, যাতে মানুষ যেন আরও বেশি করে কুসংস্কারের বশবর্তী হচ্ছে। আর তা দেখে ট্রোল হচ্ছে নেটপাড়ায়। 

জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গৌরী এল’ (Gouri Elo)। এই ধারাবাহিকটি যখন শুরু হয়, তখন দেখানো হয় বিজ্ঞান আর ঈশ্বরের লড়াই। ধারাবাহিকের নায়ক, ঈশান সে ডাক্তার, সে বিজ্ঞান কেই ভালোবাসে, সে নাস্তিক। আর নায়িকা গৌরী সে ঈশ্বর প্রেমী মানুষ। এই ছিল শুরুর দিকের ঘটনা। কিন্তু ধারাবাহিক চলতে চলতে দেখা মিলল অন্য ঘটনা। কুসংস্কারকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

troll gouri elo to netpara after chasing snake

 

সম্প্রতি দেখা গেছে, ধারাবাহিকের খলনায়িকা শৈল মা, যিনি সবসময় গৌরীর ক্ষতি চান। সেই শৈল মা জেল থেকে পালিয়ে ছদ্মবেশী রূপ ধারণ করেছে। ছদ্মবেশে সে আবার গৌরীর ক্ষতি চাইছে। কিন্তু কোনো লাভ হচ্ছে না। সবসময় গৌরী বেঁচে যাচ্ছে। তার সব পরিকল্পনা বিফলে যাচ্ছে। এমত অবস্থায় সে আবারও একটি নতুন পরিকল্পনা করল। 

শৈল মা এবার চক্রান্ত করে বিষাক্ত সাপ বাড়ির মধ্যে ছেড়ে দিয়েছে। সাপ টা এবার সবাইকে কামড়াতে আসছে। তা দেখে ভয় পেয়ে যায় বাড়ির সবাই। আর তা দেখে সাপের সামনে এক বাটি দুধ নিয়ে হাত জোর করে গৌরী বলে, এই দুধ টুকু খেয়ে, তারপর তুমি শান্ত হয়ে চলে যাও। দেখা যায় সাপ সেই দুধ খাচ্ছে। 

এ হেন দৃশ্য দেখে, সবাই স্টার জলসার ‘পঞ্চমী’ (Panchomi) ধারাবাহিকের সাথে তুলনা করেছেন। সেখানেও পঞ্চমী কে সাপ কামড়াতে এসেও কামড়ায়নি। পঞ্চমী সাপের সামনে হাত জড়ো করে অনুরোধ করেছে। আর সেই দৃশ্য ‘গৌরী এল’ তেও দেখানো হচ্ছে। তাই অনেকেই বলছেন পঞ্চমীর দৃশ্য নকল করা হয়েছে। 

আরও দেখতে পারেন