‘সবার শেষ অপশন আমি…..’! শ্বশুরবাড়ি থেকে বর বাস্তব সম্পর্ক নিয়ে অকপট অভিনেত্রী মানালি

Manali Dey : টলি ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন মানালী দে (Manali Dey)। তাঁকে বর্তমানে দেখা যাচ্ছে, জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক ‘কার কাছে

Saranna

manali dey openup about her husband and in laws

Manali Dey : টলি ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন মানালী দে (Manali Dey)। তাঁকে বর্তমানে দেখা যাচ্ছে, জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Katha)তে। তাঁর চরিত্র দর্শকদের বেশ ভালো লাগছে। চরিত্রের মধ্যে রয়েছে একটা প্রতিবাদমুখর সত্ত্বা। যা দেখে দর্শকদের বেশ ভালো লাগছে। মানালীরও এই চরিত্র করে বেশ ভালো লাগছে। 

পর্দায় মানালীর জীবন কষ্টময় হলেও, পর্দার বাইরের জীবন একেবারেই আলাদা। তবে পর্দার শিমুলের সাথে বাস্তবের মানালীর একটা মিল আছে, দুজনই স্পষ্ট বক্তা। মানালী ২০২০ সালে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের (Abhimanyu Mukherjee) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সম্পর্ক বেশ ভালো এবং বেশ মজবুত। এক সাক্ষাৎকারে নিজের পার্সোনাল লাইফের কিছু কথা শেয়ার করলেন।

manali dey openup about her husband

তাঁর জীবনে অনেক বন্ধু রয়েছে, কিন্তু ভালো বন্ধু অভিমন্যু। তিনি জানান, ‘আমার আর অভিমন্যুর মধ্যে হাজব্যান্ড ওয়াইফের কেমিস্ট্রির থেকে বন্ধুত্বের কেমিস্ট্রি অনেক বেশি’। তবে ঝগড়া হয়, দুজনের মধ্যে। ঝগড়ার মূল কান্ডারী মানালী। যেমন অল্পসময়ে রাগ হয়, তেমনই খুব তাড়াতাড়ি সেই রাগ কমেও যায়। আর ঝগড়া হলে ঘুমানোর আগে ঝগড়া মিটিয়ে নিয়ে ঘুমোন। ঝগড়াটা পরের দিন পর্যন্ত টানেন না। 

স্বামী পরিচালক হওয়ায় অভিমন্যুর সাথেও অনেক কাজ করেছেন। যেমন ‘নিমকি ফুলকি’, ‘নিমকি ফুলকি ২’, ‘লকডাউন’ প্রভৃতি। তবে তাঁর কাছ থেকে কোনো অ্যাডভান্টেজ পাননি। একটা ডিরেক্টর বাকি অভিনেতাদের সাথে যেরকম ডিল করেন, তাঁর সাথেও তেমনটা করেন। শুধু স্বামী নয়, শ্বশুর বাড়িরও প্রশংসা করেছেন। তাঁর শাশুড়ির সাথে খুব সুন্দর বন্ডিং।

তিনি জানান, ‘আমার শাশুড়ির সাথে আমার খুব ভালো বন্ডিং। আমার শাশুড়িকে মা বলতে ইচ্ছা করে।  আমি তাকে মা বলেই ডাকি। আমার বাপি যেমন আমাকে দেখে রাখত। ও বাড়িতেও আমাকে সবাই দেখে রাখে। আমার মনে হয়না আমি ওই বাড়ির  বউ। আমি ফিল করি যে আমি ওদের বাড়ির মেয়ে। আমি খুব লাকি এই জায়গা থেকে’।

আরও দেখতে পারেন