মা দিদার পর আবারও স্বজন হারা, ‘সব লড়াই শেষ’ বলে বার্তা ‘ফুলঝুরি’ অভিনেত্রী মানালির

টলিপাড়ায় আবার খারাপ খবর। স্বজন হারা হলেন জনপ্রিয় অভিনেত্রী মানালি মনীষা দে (Manali Manisha Dey)। বছর কয়েক আগে হারিয়েছেন মা’কে। এবার হারালেন তাঁর দাদু’কে। মা

Saranna

manali manisha dey lost her grand father

টলিপাড়ায় আবার খারাপ খবর। স্বজন হারা হলেন জনপ্রিয় অভিনেত্রী মানালি মনীষা দে (Manali Manisha Dey)। বছর কয়েক আগে হারিয়েছেন মা’কে। এবার হারালেন তাঁর দাদু’কে। মা -দিদা চলে যাওয়ার পর থেকেই বাবা ও দাদুকে নিয়েই ছিল তাঁর সংসার। কিন্তু সেই সংসার আর রইল না। একা হয়ে গেলেন অভিনেত্রী।

রবিবার মৃত্যু হয়েছে দাদুর। সোশ্যাল মিডিয়ায় মানালি একটি ছবি পোস্ট করেছেন, লিখেছেন, “লড়াই শেষ, ভাল থেকো দাবু আমার মা আর দিদার সঙ্গে।” এই ছবির মন্তব্য বক্সে সকলেই সমবেদনা জানিয়েছেন, সকলেই এই খারাপ সময়ে তাঁর পাশে রয়েছেন। সকলেই তাঁকে সমবেদনা জানিয়েছেন। তবে ঠিক কি কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ‘কালী আমার মা’ ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তাঁর পথচলা। এরপর নীড় ভাঙা ঝড় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে শুরু হয় ছোটপর্দার যাত্রা। এরপর একে একে অভিনয় করেছেন , মোহনা, বউ কথা কও, সখী, ভুলে যেও না প্লিজ, মহানায়ক, ভুতু, নকশী কাঁথা, ধুলোকণা প্রভৃতি ধারাবাহিকে। তবে বেশি জনপ্রিয় হয়েছেন বউ কথা কও এর মৌরী চরিত্রের মাধ্যমে এবং ধুলোকণার ফুলঝুড়ি চরিত্রের মাধ্যমে।

এছাড়াও তিনি অভিনয় করেছেন বড় পর্দায়, রাজদ্রোহী, অচিন পাখি, স্থানীয় সংবাদ, প্রাক্তন, গোত্র, নিমকি ফুলকি ২, লকডাউন প্রভৃতি সিনেমায়। অভিনেত্রী সকলের কাছেই বেশ জনপ্রিয়। তাঁর সুন্দর অভিনয়ের মাধ্যমে। নিমকি ফুলকি তে অভিনয় করে সকলকে মুগ্ধ করেছেন।

manali manisha dey sad

২০২০, ১৫ অগস্ট দ্বিতীয়বার পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। এর আগে ২০১২-র ২৯ নভেম্বর গায়ক সপ্তক ভট্টাচার্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন । অনেক বছর সংসার করেন, সংসার করার পর ২০১৬-তে তাঁদের আইনি বিচ্ছেদ হয়। বর্তমানে সেই সম্পর্ক থেকে পুরোপুরি বেড়িয়ে এসে নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছেন। নতুন স্বামী-সংসার নিয়ে তাঁর ভরপুর জীবন। এই জীবনে নেই সপ্তকের ছায়া।

আরও দেখতে পারেন