দুর্ঘটনাই স্মৃতি ফেরাল ‘মিঠাই’য়ের, নিজের ‘উচ্ছেবাবু’কে চিনতে পারলো সে!

জী বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। দুই বছর উত্তীর্ণ হওয়ার পরও মিঠাই সিরিয়ালটির জনপ্রিয়তা অক্ষুন্ন রয়েছে। আজও মিঠাই সহ হল্লা পার্টির প্রতিটি সদস্যকেই

Nandini

adrit roy aka siddharta give message to his fan soon he coming back on mithai

জী বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। দুই বছর উত্তীর্ণ হওয়ার পরও মিঠাই সিরিয়ালটির জনপ্রিয়তা অক্ষুন্ন রয়েছে। আজও মিঠাই সহ হল্লা পার্টির প্রতিটি সদস্যকেই বেশ পছন্দ করেন দর্শক। বর্তমানে ধারাবাহিকটিতে অনেক সম্পর্কের বিবর্তন হয়েছে। কিছু নতুন চরিত্রের প্রবেশও ঘটেছে ধারাবাহিকে। মিঠি, মিষ্টি, শাক্য, মিঠাইয়ের ডাক্তার অনেককেই দেখা যাচ্ছে।

মিঠাই হারিয়ে যাওয়ার পর তার খুনিদের শাস্তি দেওয়াতে ব্যবসা ছেড়ে পুলিশ হয় সিদ্ধার্থ। অবশেষে মিঠাই ফিরে আসে আবার সকলের কাছে। মিঠাইয়ের নিত্য দর্শকেরা বারংবার চ্যানেলের কাছে দাবি জানিয়েছিলেন, মিঠাই যেন ফিরে আসে। মিঠাই চরিত্রটিকে ছাড়া ধারাবাহিকটি অসম্পূর্ণ। তাই দর্শকের ইচ্ছাপূরণ করতে মিঠাই চরিত্রটিকে সিরিয়ালে ফিরিয়ে আনলেন নির্মাতারা আর সাথে আরও একটি মিষ্টি চরিত্র। সিদ্ধার্থ-মিঠাইয়ের মেয়ে মিষ্টি।

mithai get back her some memory

 

বর্তমানে নিজের পূর্ব স্মৃতি সম্পূর্ণ মনে করতে না পারলেও মনোহরাতেই নিজের পরিবারের সাথে থাকে মিঠাই। এর অন্যতম কারণ যদিও মিঠাইয়ের সাথে সিদ্ধার্থর বিয়ে। নফর দাসের ছেলে রনি যখন জোর করে বিয়ে করতে গিয়েছিল মিঠাইকে তখন সিদ্ধার্থ তাকে বাঁচাতে ছুটে আসে। আর সেই সময় সিদ্ধার্থর হাত থেকে সিঁদুর পরে মিঠাইয়ের সিঁথিতে।

সব যখন ঠিক হচ্ছিল তখন এবার সিদ্ধার্থ মিসিং। সে কোনো বিপদে পড়েছে। তবে সকলে মাইল তাকে খুঁজতে বেরোলেও তার কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। অন্যদিকে, মিঠিও সেখানেই আছে এমনটাই খোঁজ পেয়েছে সকলে। মিঠি বা সিদ্ধার্থ কোথায়, কিভাবে আছে তা জানা যায়নি এখনও। তবে এরই মাঝে কিছু স্মৃতি ফিরে পায় মিঠাই।

mithai get her some memory back

গাড়ির দুর্ঘটনার কথা শুনে আর জল থেকে উদ্ধার হওয়া গাড়ি দেখে পুরোনো কথা মনে পরে যায় মিঠাইয়ের। যখন সিদ্ধার্থর গাড়ি এভাবেই দুর্ঘটনায় জল থেকে উদ্ধার হয়েছিল। তারপর ফিরে এসেছিল সিডি বয়। ছবিটা দেখতে দেখতে চিৎকার করে মিঠাই ডেকে ওঠে তার উচ্ছেবাবুকে। আর জ্ঞান হারায়। মিঠাই তার পুরোনো স্মৃতি ফিরে পাচ্ছে দেখে সকলে বেশ নিশ্চিন্ত হচ্ছে ধীরে ধীরে।

আরও দেখতে পারেন