‘শাক্য’ চরিত্রে প্রথম নয় এর আগেও করেছে অভিনয়, স্টার জলসার এই সিরিয়ালে দেখা গিয়েছিল তাকে

মিঠাই (Mithai) আর সিডের ছেলে শাক্য, বেশ সুন্দর দেখতে, ছটফটে, সুন্দর কথা বলার অধিকারী মানুষ। এই জনপ্রিয় ছেলের পরিচয়, জানতে অনুরাগীরা সকলেই উদগ্রীব। এই ছেলে

Saranna

dhritishman chakraborty childactor

মিঠাই (Mithai) আর সিডের ছেলে শাক্য, বেশ সুন্দর দেখতে, ছটফটে, সুন্দর কথা বলার অধিকারী মানুষ। এই জনপ্রিয় ছেলের পরিচয়, জানতে অনুরাগীরা সকলেই উদগ্রীব। এই ছেলে কে? কি তার পরিচয়। সকলেই আমরা জানতে চায়। তবে শাক্য কিন্তু অনেক জনপ্রিয়, অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন নখ, এই দুই এর মাঝামাঝি স্থানে অবস্থিত।

তাঁর পুরো নাম ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty)। শাক্য যে এটা প্রথম অভিনয় করছেন তা কিন্তু নয়, এর আগেও অভিনয় করেছেন একটি ধারাবাহিকে। সেই জনপ্রিয় ধারাবাহিকের নাম, ‘বৌমা একঘর’ (Bouma Ekghor)। নায়কের দাদার ছেলের চরিত্রে দেখা মিলেছিল শাক্য তথা অভিনেতা ধৃতিষ্মান চক্রবর্তী কে। তবে তার চরিত্রটা ছিল একটা ক্যামিও চরিত্র। বেশি দিনের জন্য দেখা মেলেনি।

mithai serial new child actor dhritishman chakraborty

ধৃতিষ্মান চক্রবর্তী কিন্তু অনেক গুণী একজন মানুষ। তাঁর বয়স মাত্র ৫। এই বয়সেই সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চমকে দিয়েছেন। কারণ সে এই মাত্র ৫ বছর বয়সে ৫টি ভাষায় গান গেয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২১-এ নাম তুলেছে। তাই তাঁকে ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গার নামে আখ্যা দিয়েছেন। তাই ২০২২ সালে প্রধানমন্ত্রীর তরফ থেকে রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়া হয়েছে।

তাঁর গানের শিক্ষক হলেন, তাঁর মা সোনম চক্রবর্তী। ছোটো থেকেই মায়ের সঙ্গে সঙ্গে সে গান গাইত। যখন সে দাঁড়াতেও শেখেনি, তখন থেকেই গানের প্রতি ছিল অদ্ভুত টান। ছোটো থেকেই সে যতই দুষ্টুমি করুক,গান শোনালেই চুপ করে যেত। ভাবতে পারছেন যে বয়সে বাচ্চারা আধো কথা বলত, সেই বয়সেই সে গান গাইছে।

dhritishman chakraborty as mithai actor sakya

বর্তমানে ইউটিউবে রয়েছে, চার হাজারের কাছাকাছি ফলোয়ার্স। অনেকেই বাপ কা বেটা বলে সম্বোধন করেছেন তাকে। আসলে সিদ্ধার্থ তথা আদৃত রায়, বাস্তবে বেশ ভালোই গান করে। নিজের ব্যান্ডও আছে। তাই বলা যায় ধারাবাহিক নির্মাতা বেশ ভালো ছেলেকেই অনস্ক্রিন আদৃতের ছেলে হিসেবে নির্বাচন করেছেন।

আরও দেখতে পারেন