আচমকাই মুখবদল ‘মিঠিঝোরা’ অভিনেতার, হতাশ অনুরাগীরা!

Mithijhora : জি বাংলার (Zee Bangla) বেশ জনপ্রিয় সিরিয়াল হয়ে উঠেছে ‘মিঠিঝোরা’ সিরিয়ালটি। শুরু থেকে যে ট্র্যাক দেখানো হয়েছে তাতে দর্শক কিছুটা হলেও বিরক্ত বোধ

Nandini

mithijhora serial actor suddenly replaced by actor sutirtha saha

Mithijhora : জি বাংলার (Zee Bangla) বেশ জনপ্রিয় সিরিয়াল হয়ে উঠেছে ‘মিঠিঝোরা’ সিরিয়ালটি। শুরু থেকে যে ট্র্যাক দেখানো হয়েছে তাতে দর্শক কিছুটা হলেও বিরক্ত বোধ করছিলেন। সবটা বড্ড একরকম হয়ে উঠেছিল দর্শকদের কাছে। তাই গল্পে এসেছে বিরাট চমক। বদলে যেতে চলেছে রাই আর শৌর্যের সমীকরণ। নীলুর সাথে শৌর্যের বিয়ে দেওয়ার পরেই রাই আর শৌর্য দুটো ভিন্ন পথের মানুষে পরিণত হয়েছিল।

তবে রাই নিজের জীবনে এগিয়ে যাওয়ার সাহস করেছে। তার জীবনে অনির্বান একটা নতুন আসার আলো দেখিয়েছে। রাই আর অনির্বানের বিয়ের ট্র্যাক চলছে ধারাবাহিকে এই মুহূর্তে। আর অনির্বানের সাথে রাইয়ের সম্পর্কটা শৌর্য বেশ ভালোভাবেই নিয়েছে। পাশাপাশি নীলুর সাথে বিয়ের পর থেকে রাই আর শৌর্যের মাঝে যে তিক্ততাটা তৈরী হয়েছিল সেটাও তারা কাটিয়ে নিচ্ছে।

তারা ঠিক করেছে তাদের বন্ধুত্বটা তারা বাঁচিয়ে রাখবে। সম্পর্ক তাদের যেদিকেই মোড় নিক না কেন। অনির্বান রাই আর শৌর্যকে নিয়ে হিংসা হলেও তা দমন করার প্রচেষ্টা করে চলেছে। সে চায়না আর রায়কে ভুল বুঝতে। তাদের নতুন গড়ে ওঠা সম্পর্কটা সন্দেহের বশে শেষ করে ফেলতে চায়না অনির্বান। তবে রাইকে তার মা এই নিয়ে আগে থেকেই সাবধান করে চলেছেন।

সব মিলিয়ে এই মুহূর্তে ‘মিঠিঝোরা’ বেশ জমজমাট। তবে এরই মাঝে ধারাবাহিক মাঝপথেই ছাড়লেন এক অভিনেতা। শুরু থেকে এই ধারাবাহিকে রাই-নীলু আর স্রোতের দাদার চরিত্রে অর্থাৎ বিক্রম চরিত্রটিতে অভিনয় করতে দেখা যাচ্ছিল অভিনেতা অনিরুদ্ধ গুপ্তকে। তবে সম্প্রতি পর্ব দেখে একেবারে তাজ্জব হয়েছেন দর্শক।

 

View this post on Instagram

 

A post shared by Telly Bong (@tellybongofficial)

আচমকাই অভিনেতা অনিরুদ্ধ গুপ্ত পাল্টে গিয়ে বিক্রম চরিত্রে দেখা যাচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সুতীর্থ সাহাকে। যাকে এর আগে বহু বাংলা ধারাবাহিকে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে। পার্শ্বচরিত্রে অভিনয় করলেও অভিনেতা সুতীর্থ অভিনয় জগতে দর্শকদের কাছে সু-পরিচিত একজন অভিনেতা। তার অভিনয় অনবদ্য। অনেকের মতে অভিনেতা এই বিক্রম চরিত্র ভালোই ফুটিয়ে তুলতে পারবেন।

আরও দেখতে পারেন