‘খড়ি চরিত্রটা আজীবন মনে রয়ে যাবে’, ‘গাঁটছড়া’র বিদায় বেলায় ফিরলেন ‘খড়ি’ শোলাঙ্কি!

Solanki Roy-Khori : ২০ ডিসেম্বর ২০২১ সালে শুরু হয়েছিল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gaatchora)। ধারাবাহিকে দেখা মিলেছিল তিনজন জুটির ভাঙা-গড়ার কাহিনী। এই

Saranna

once last time on gaatchora ending solanki roy thanks for her khori character

Solanki Roy-Khori : ২০ ডিসেম্বর ২০২১ সালে শুরু হয়েছিল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gaatchora)। ধারাবাহিকে দেখা মিলেছিল তিনজন জুটির ভাঙা-গড়ার কাহিনী। এই তিন জুটির মধ্যে প্রধান জুটি ছিলেন খড়ি-ঋদ্ধি। দর্শকরা ভালোবেসে নাম দিয়েছিলেন খড়িদ্ধি। খড়ির চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy) এবং ঋদ্ধির চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা গৌরব চ্যাটার্জী।

ধারাবাহিকটি টিআরপি তালিকাতেও বেশ সুনাম অর্জন করেছিল। স্টার জলসার দর্শকদের ঘরে ঘরে সন্ধ্যা হলেই গাঁটছড়া চলত। কিন্তু মাঝে এল এক দুঃসময়। নতুন ধারাবাহিকের ভিড়ে টিআরপি নম্বর কমতে থাকে। তারপর দেখা গেল ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী শোলাঙ্কি রায় ছেড়ে দিলেন ধারাবাহিক। অভিনেত্রী ধারাবাহিক ছাড়ার পর ধারাবাহিকের টিআরপি আরও কমে যেতে লাগল, ধারাবাহিকটি স্লটহারা হল।

star jalsha in gaatchora serial khori will be back

মুখ্য অভিনেত্রী ছাড়া কি করে ধারাবাহিক এগিয়ে যাবে, এই নিয়ে হল দুশ্চিন্তা। কিন্তু না ঠিক এগিয়ে গেল। ধারাবাহিকে এলেন নতুন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। তাঁর চরিত্রের নাম রুক্মিণী। এই রুক্মিণীর সাথে মিলন হল ঋদ্ধির। এই ভাবেই শেষ হবে ধারাবাহিকটি। ১৪ ই ডিসেম্বর ধারাবাহিকের শেষ সম্প্রচার। টানা ২ বছরের জার্নি শেষ। স্বাভাবিকভাবেই সকল কলাকুশলীদের চোখে জল। এই শেষ বেলায় ফিরে এলেন শোলাঙ্কি।

শোলাঙ্কি রায় যতদিন ধারাবাহিকে ছিলেন, ধারাবাহিকের টিআরপি ততদিন বজায় ছিল। এমনকি দর্শকরাও বলেছিলেন খড়ি ছাড়া গাঁটছড়া অসম্পূর্ণ। মিঠাই এর পর দর্শকরা এই ধারাবাহিককেই বেশি ভালোবেসেছিল। জি বাংলার মিঠাই আর স্টার জলসার গাঁটছড়া। এই দুই ধারাবাহিক সকলের কাছেই ছিল হিট। শোলাঙ্কি খড়ি ছাড়ার পর বারবার বলেছিলেন, খড়ি চরিত্রটা তাঁর কাছে অনেক সুন্দর।

once last time on gaatchora ending solanki roy thanks audience

সব চরিত্রের থেকে খড়ি চরিত্রটা আলাদা। শোলাঙ্কি ধারাবাহিকে ফেরেননি, কিন্তু স্মৃতিচারণা করেছেন। খড়ির ছবি দিয়ে ইনস্টাগামে শোলাঙ্কি পোস্ট করে লেখেন, ‘খড়ি হওয়ার প্রত্যেকটি মুহুর্ত উপভোগ করি। সকলকে ধন্যবাদ জানাই গাঁটছড়া ধারাবাহিককে এত ভালোবাসা দেওয়ার জন্য। হয়তো বর্তমানে এই শোয়ের অংশীদার আমি নই, কিন্তু এই চরিত্রটা আজীবন আমার মনে রয়ে যাবে।’

আরও দেখতে পারেন