অবশেষে ‘রামপ্রসাদ’কে স্লট দিতে, শেষ হচ্ছে স্টার জলসার এই টিআরপি টপার সিরিয়াল!

ধারাবাহিক চ্যানেল গুলোতে জোরদার টক্কর চলছে। এটা টিআরপির টক্কর। কোন ধারাবাহিক টিআরপি তালিকায় নিজেদের যথাস্থানে রাখবে তার টক্কর। আর যখনই দেখছে টিআরপি তালিকায় ঠিক ঠাক

Saranna

star jalsha upcoming serial ramprasad can replace gaatchora

ধারাবাহিক চ্যানেল গুলোতে জোরদার টক্কর চলছে। এটা টিআরপির টক্কর। কোন ধারাবাহিক টিআরপি তালিকায় নিজেদের যথাস্থানে রাখবে তার টক্কর। আর যখনই দেখছে টিআরপি তালিকায় ঠিক ঠাক থাকছেনা, তখনই তাদের উচ্ছেদ করে দেওয়া হয়। আর তাই সবসময়ই শোনা যায়, আজ এই ধারাবাহিক শেষ হবে তো কাল ওই ধারাবাহিক।

সম্প্রতি শোনা যাচ্ছে স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারাবাহিক শেষের পথে। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল, ‘গাঁটছড়া’ (Gaatchora)। ২০২১ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিক। শুরু থেকেই ধারাবাহিকের ফ্যানেদের সংখ্যা প্রচুর। সবার মুখে মুখে ফিরছে এই ধারাবাহিকের নাম। টিআরপি তালিকাতেও সেরার সেরা ছিল। কিন্তু বর্তমানে ধারাবাহিকটি দমে গেছে।

gaatchora

কমেছে টিআরপি নম্বর। দেখা মেলেনা প্রথম পাঁচে। আর তাই যথাসাধ্য চেষ্টা করছেন ধারাবাহিক নির্মাতারা। যাতে টিআরপি বাড়ে। ধারাবাহিক লিপ নেই। রহস্যময়ী ইশা আসে। কিন্তু তাও টিআরপি আর বাড়ে না। আর তাই শোনা যাচ্ছে শেষ হতে চলেছে এই ধারাবাহিক। যদিও এখনও জানা যায়নি। তবে খুব শীঘ্রই জানা যাবে শেষ সম্প্রচারের দিনক্ষণ। প্রসঙ্গত, স্টার জলসায় এসেছে অনেক নতুন নতুন ধারাবাহিকের প্রোমো।

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকের পাশাপাশি আরও একটি ধারাবাহিক সকলের সামনে এসেছিল, তা হল ‘রামপ্রসাদ’ (Ramprasad)। দুটি ধারাবাহিকের একসাথে প্রোমো ভিডিও প্রচার হলেও স্লট পেয়ে যায় কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, কিন্তু স্লট পায়না রামপ্রসাদ। এখনও পর্যন্ত এতদিন হয়ে গেল জানা যায়নি কবে দেখা যাবে। তবে গুঞ্জন এটাই গাঁটছড়া শেষ করে দিয়ে এই স্লটে দেখা যাবে রামপ্রসাদকে।

ramprasad promo on air

 

তবে গাঁটছড়া শেষ শুনে খুব মন খারাপ দর্শকদের। এ প্রসঙ্গে এক অনুরাগী লিখেছেন, ‘ গাঁটছড়া দেখা শুরু করেছিলাম সোলা দির জন্য। এরপর অল্প কয়েক দিনে খরিদ্ধি ফ্যান হয়ে গেলাম। এমন একটা দিন নাই যে গাট দেখি না। অনলাইনে যতক্ষণ থাকি গাট নিয়েই থাকি। চারপাশে শুধু গাঁট শেষ হয়ে যাওয়ার খবর। যার শুরু আছে তার শেষ ও আছে। গাঁট শেষ হয়ে গেলে সত্যিই খুব খারাপ লাগবে।এটা সাভাবিক।  গাঁট যদি শেষ হয় তাহলে খরিদ্ধির এক সাথে ফিরার অপেক্ষায় থাকব আমি।’

আরও দেখতে পারেন