TRP ফেরাতে বড় চমক ‘তুমি আশে পাশে থাকলে’তে! যোগ দিলেন ‘কার কাছে কই মনের কথা’র এই সদস্য

Tumi Ashe Pashe Thakle Serial : বর্তমানে প্রায় সকল বাংলা সিরিয়ালের (Bengali Serial) অভিনেতারাই একটা ধারাবাহিকে অভিনয় করতে করতে আর একটা ধারাবাহিকে যোগ দেন। এই

Saranna

subhasish mondal joined tumi ashe pashe thakle serial

Tumi Ashe Pashe Thakle Serial : বর্তমানে প্রায় সকল বাংলা সিরিয়ালের (Bengali Serial) অভিনেতারাই একটা ধারাবাহিকে অভিনয় করতে করতে আর একটা ধারাবাহিকে যোগ দেন। এই তো কয়েকদিন আগেই শোনা গিয়েছিল জি বাংলার (Zee Bangla) কিছু অভিনেতা অভিনেত্রী চলে এসেছেন স্টার জলসায় (Star Jalsha)। তো আবার স্টারের কিছু অভিনেতা অভিনেত্রী চলে এসেছেন জি তে। কলাকুশলীদের এই আসা-যাওয়া চলতেই থাকে।

এর মাঝেই শোনা গেল জি এর এক জনপ্রিয় ধারাবাহিকের গুরুত্বপূর্ণ কলাকুশলী ধারাবাহিক ছেড়ে চলে এলেন স্টারে। বাংলা ধারাবাহিক চ্যানেলে পৌরাণিক, সামাজিক ধারাবাহিক যেমন দেখা যায়, তেমনই এর পাশাপাশি পাল্লা দিচ্ছে অলৌকিক ধারাবাহিকও। অতীতেও অনেক অলৌকিক ধারাবাহিক দেখা গেছে , বর্তমানেও তা দেখা যাচ্ছে। সম্প্রতি স্টার জলসায় শুরু হয়েছে একটি নতুন অলৌকিক ধর্মী ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle)

kar kache koi moner katha serial shimul sirsha and bipasha stand for sucharita and her daughter

এই নতুন ধারাবাহিকে পারোর চরিত্রে অভিনয় করছেন অঙ্গনা রায় আর দেবের চরিত্রে অভিনয় করছেন রোহন ভট্টাচার্য। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে, পারোর মতো হুবহু দেখতে পার্বতী এখন প্রবেশ করেছে দেবের জীবনে। পারো সেটা কিছুতেই মেনে নিতে পারছেনা। তাই সে পার্বতীকে ভয় দেখাচ্ছে, সবার সামনে অপমান করছে। সে কিছুতেই মেনে নিতে পারছেনা দেবের পাশে পার্বতীকে। 

ধারাবাহিকের কাহিনী জমজমাট হলেও, টিআরপি তালিকায় ধারাবাহিকটি আশানুরূপ ফল দিতে পারছেনা। অনেক নতুন ধারাবাহিক টিআরপি তালিকায় জায়গা করে নিলেও তুমি আশেপাশে থাকলে সেরকম জায়গা করে নিতে পারেনি। আর সেকারণেই জি বাংলার গুরুত্বপূর্ণ সদস্য চলে এলো এই ধারাবাহিকে।

তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের প্রোডাকশনের দায়িত্বে রয়েছেন শ্রীকান্ত মোহতা এবং মাহেন্দ্র সোনি অর্থাৎ এসভিএফ। আর পরিচালনার দায়িত্বে ছিলেন অনুপম হরি। অনুপম থাকা সত্ত্বেও হাই বাজেটের এই ধারাবাহিক আশানুরূপ টিআরপি দিতে পারেনি। আর তাই অনুপম হরি এবং তার গোটা টিমকে সরিয়ে দেওয়া হল। আর এর পরিবর্তে ধারাবাহিকে আনা হল নতুন পরিচালক শুভাশিস মন্ডল (Subhasish Mondal)। যিনি পরিচালনা করছিলেন  জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha) ধারাবাহিক।

আরও দেখতে পারেন