রাস্তার বিজ্ঞাপন বদলে দিয়েছে জীবন! আসানসোলের সুস্মিতার নায়িকা হওয়ার গল্প যেন সিনেমা

Susmita Dey : স্টার জলসায় (Star Jalsha) সবেমাত্র একটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে, ধারাবাহিকের নাম ‘কথা’ (Katha)। ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করছেন যিনি তিনি হলেন

Saranna

susmita dey openup about how she start acting

Susmita Dey : স্টার জলসায় (Star Jalsha) সবেমাত্র একটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে, ধারাবাহিকের নাম ‘কথা’ (Katha)। ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করছেন যিনি তিনি হলেন জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey)। এই ধারাবাহিকের আগে অনেক গুলো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিন্তু কীভাবে তাঁর কাছে এই সুযোগটা এল জানেন কি? জানলে অবাক হবেন।

সুস্মিতা আসানসোলের মেয়ে। ছোটো থেকেই একটা ইচ্ছা ছিল অভিনেত্রী হওয়ার। সবার মতো তাঁর ফ্যান ফলোয়িং থাকবে, সবার ঘরের মেয়ে হয়ে উঠবেন। আর এই সুপ্ত ইচ্ছা টা পূরণ করল রাস্তার একটি বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন বদলে দিল সুস্মিতার জীবন। সুস্মিতা সকলের কাছে শুধু সুস্মিতা নয়, হয়ে উঠল অপু, পঞ্চমী, গোবর দেবী।

susmita dey openup about her acting journey

 

একদিন রাস্তায় দেখতে পান একটা বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন দেখেই অভিনয়ে আসার ইচ্ছা হয়। এরপর আসানসোলের একজন রূপটান শিল্পীর হাত ধরে ২০১৮ তে আসেন মডেলিংয়ের জগতে। সেই শিল্পী তাকে ম্যাসেজ করে বলে, ‘তুমি কি আমার মডেল হবে’? সুস্মিতা তাতে সম্মতি জানায়, সেই থেকেই শুরু। ২০১৯ এ মডেলিং এর জন্য আসানসোল থেকে কলকাতায় আসেন।

তারপর একজন কাস্টিং ডিরেক্টর সুস্মিতার প্রোফাইল দেখে ম্যাসেজ করে, তাকে প্রোডাকশন হাউজে দেখা করতে বলে। এইভাবেই সুযোগ আসে প্রথম ধারাবাহিকে। তার প্রথম ধারাবাহিক জি বাংলার ‘অপরাজিতা অপু’। প্রথম ধারাবাহিকই হিট। সকলের কাছে অপু হিসেবে মন জয় করে নিয়েছেন। কিন্তু তার পরবর্তী গুলো সেরকম হিট হয়নি।

susmita dey openup about how she star acting career

অপরাজিতা অপুর সাফল্যের পর তার কাছে সুযোগ আসে বৌমা একঘর ধারাবাহিক। কিন্তু সেই ধারাবাহিক মাত্র ৯০ দিনেই শেষ হয়ে যায়। তারপর তাকে দেখা যায় পঞ্চমী ধারাবাহিকে। এই ধারাবাহিক কিছুদিন চললেও টিআরপি তালিকায় সেরকম ভাবে জায়গা করে নিতে পারেননি। তাই বছর ঘুরতেই শেষ হয়ে যায় ধারাবাহিকটি। এরপর আবার নতুন ধারাবাহিকে পদার্পণ। দেখা যাক এই ধারাবাহিক কতটা হিট হয়।

আরও দেখতে পারেন