আবার পর্দায় আসছে জনপ্রিয় পুরানো ৩ ধারাবাহিক! সুখবরে খুশি অনুরাগীরা

এখন ধারাবাহিকের টিআরপিই শেষ কথা বলে, কোনো ধারাবাহিকের আয়ু এক বছরের বেশি হয় না । কিন্তু আগেকার দিনের ধারাবাহিক গুলি কিন্তু কখনো  দুই বছর, কখনো

Saranna

these 3 old star jalsha's famous serial again showed on telivision

এখন ধারাবাহিকের টিআরপিই শেষ কথা বলে, কোনো ধারাবাহিকের আয়ু এক বছরের বেশি হয় না । কিন্তু আগেকার দিনের ধারাবাহিক গুলি কিন্তু কখনো  দুই বছর, কখনো তিন আবার কখনো পাঁচ বছর। কিন্তু এখন আর তা দেখা যায় না। আর সেই ধারাবাহিকের এত জনপ্রিয়তা যে, দর্শকরা চাইছেন আবার ফিরিয়ে আনা হোক পুরাতন ধারাবাহিক গুলো। 

সেই ধারাবাহিক গুলো হল, স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘মা’ (Maa), ‘বোঝে না সে বোঝে না’ (Bojhe Na Se Bojhe Na) এবং ‘সংসার সুখের হয় রমনীর গুনে’ (Songsar Sukher Hoi Romonir Gune)। সকলেই চাইছেন এই ধারাবাহিক গুলো আবার রিপিট হোক। লকডাউনের সময় দেখা গিয়েছিল, কৃষ্ণকলি, বকুল কথা, ইচ্ছেনদী, কিরণমালা, ওগো বধূ সুন্দরীর মত জনপ্রিয় ধারাবাহিক গুলো। 

bojhena se bojhena

এবার তাই দর্শকরা চাইছেন ‘মা’ ধারাবাহিক আবার দেখানো হোক। এই জনপ্রিয় ধারাবাহিক সকলের মনে বেশ সাড়া জাগিয়েছিল। হীরা আম্মার কঠিন হৃদয়, পিসিঠাম্মার কূটকাচালি, মায়ের মেয়ে হারানোর কষ্ট, ঝিলিকের মা হারানোর কষ্ট, সব মিলিয়ে বেশ পছন্দ ছিল দর্শকদের। আর তাই তো এই ধারাবাহিক পাঁচ বছর ধরে চলেছিল। 

শুধু  ‘মা’ নয়, দেখানো হোক ‘বোঝে না সে বোঝে না’। পাখি আর অরণ্যের সুন্দর প্রেমের কাহিনী। অরণ্য রাগী গম্ভীর একজন মানুষ, আর তার সাথে প্রেমের বন্ধন তৈরি হয়, খোলামেলা মনের পাখির। এই ধারাবাহিকের গান এবং, প্রত্যেকটি এপিসোড আজও মানুষকে মুগ্ধ করে। আর এই মুগ্ধতার জন্য ৩ বছর ধরে চলেছিল। 

maa

এছাড়াও ‘সংসার সুখের হয় রমনীর গুনে’ ধারাবাহিকটিও দেখানোর কথা বলছেন অনুরাগীরা। বিষ্টু আর অলক্ষীর দুস্টুমিষ্টি কাহিনী দর্শকের বেশ পছন্দের ছিল। দর্শকদের আর্জি শুনেছেন কর্তৃপক্ষ। তাই তো শোনা যাচ্ছে, এই তিনটি পুরোনো ধারাবাহিক আগামী ২৩ শে জানুয়ারি থেকে সম্প্রচারিত হবে।

songsar sukher hoy romonir gune

‘মা’ সিরিয়ালটি সোম থেকে রবি দুপুর ১ টায় দেখা যাবে। ‘বোঝেনা সে বোঝেনা’ দুপুর ১:৩০ এ দেখা মিলবে, এবং দুপুর ২ টোয় দেখা মিলবে ‘সংসার সুখের হয় রমনীর গুনে’। এই খবরে অনুরাগীরা বেশ খুশিই হয়েছেন। তবে, চ্যানেলের তরফে এইরকম কোনো খবর পাওয়া যায়নি অফিসিয়ালি। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ শোরগোল পরে গিয়েছে এই খবরে। 

আরও দেখতে পারেন