টিআরপির অভাবে শেষ আরও এক জনপ্রিয় ধারাবাহিক! ক্ষুব্ধ অনুরাগীরা

Bengali Serial : একটা সময় ছিল যখন দেখা যেত বাংলা ধারাবাহিকের নির্মাতারা বেছে বেছে কাস্ট খুঁজছেন। কারণ যত জনপ্রিয় কাস্ট ধারাবাহিকে থাকবে, ততই মানুষজন ধারাবাহিক

Saranna

this bengali serial end soon for low trp

Bengali Serial : একটা সময় ছিল যখন দেখা যেত বাংলা ধারাবাহিকের নির্মাতারা বেছে বেছে কাস্ট খুঁজছেন। কারণ যত জনপ্রিয় কাস্ট ধারাবাহিকে থাকবে, ততই মানুষজন ধারাবাহিক দেখার আগ্রহী হবেন। কিন্তু এই চিন্তাভাবনা এখন পুরোপুরিই আলাদা। এখন সবকিছুই নির্ভর করে টিআরপির উপর। কাস্টের উপর কিছুই এসে যায়না। যতই জনপ্রিয় কাস্ট হোক না কেন টিআরপি কম থাকলে ধারাবাহিকের আয়ুও বেশিদিন নেই।

আর তাই আমরা দেখি কোনো ধারাবাহিকের বয়স তিন মাস আবার কোনোটার বয়স ছয় মাস। ব্যাস তারপরই তাদের বিদায় নিতে হয়। জি থেকে স্টার সব চ্যানেলেই রয়েছে এর ভুড়ি ভুড়ি উদাহরণ। এবার জি আর স্টার ছেড়ে আরও এক ধারাবাহিক চ্যানেলে দেখা গেল এমন ক্রিয়াকলাপ। যা দেখে মনে খারাপ দর্শকদের।

shaurja batyacharyya and debadrita basu get pair in alor thikana

সান বাংলার অতীব জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘আলোর ঠিকানা’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী দেবাদ্রিতা বসু (Debadrita Basu) এবং অভিনেতা জন ভট্টাচার্যকে। গত বছর ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিকের পথচলা। তারপর থেকে প্রতিদিন সাড়ে নটায় ধারাবাহিকটি সম্প্রচার হত।

এই ধারাবাহিকের কাহিনী নারীকেন্দ্রিক। একটা মেয়ের সুন্দর কাহিনী। সেই মেয়েটি হল আলো। সবসময় তাঁর বাবা তাঁকে পড়াশোনার ক্ষেত্রে প্রথম হিসেবে দেখতে চান। মেয়ে এতদিন সেটাই করে এসেছে, অনেক প্রাইজ জিতেছে। কিন্তু হঠাৎ তাঁর বিয়ে হয়ে যায়, তাঁর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু তাঁর পাশে দাঁড়ায় অভিজিত। যারা এই ধারাবাহিক দেখেন তারা সব এপিসোডের সাথে বেশ পরিচিত। সকলেই এই জুটিকে ভালোবাসতেন।

sun bangla serial alor thikana end soon for low trp

আর তাই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার খবর শুনে কেউই মেনে নিতে পারছেন না। শুধুমাত্র টিআরপি কম বলে এত সুন্দর একটি ধারাবাহিক বন্ধ হয়ে যাবে? সকলেই ক্ষুব্ধ। দর্শকরা অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা অভিনেত্রীকে আবার টিভির পর্দায় দেখার। তবে শোনা যাচ্ছে দেবাদৃতা আবার অন্য চ্যানেলে ফিরছেন।

সোশ্যাল মিডিয়ার সূত্র থেকে জানা যাচ্ছে, ‘সম্প্রতি শেষ হলো সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক “আলোর ঠিকানা” (Alor Thikana)। কিছু দিন আগে জানা গেছিল Zee production এর upcoming ধারাবাহিকে জী এর এক জনপ্রিয় মুখ কে দেখা যাবে লিড রোলে। সব জল্পনা কল্পনা শেষ করে শ্বেতা নয় দিতিপ্রিয়া নয় অদৃত নয় নতুন ধারাবাহিকে দেখা যাবে জী বাংলার “জয়ী”, “আলোছায়া” খ্যাত অভিনেত্রী “দেবাদৃতা বসু” – কে’।

আরও দেখতে পারেন