বিশেষ কারণে বন্ধ তিন জনপ্রিয় ধারাবাহিকের শুটিং! উদ্বিগ্ন অনুরাগীরা

Bengali Serial : বর্তমানে যেকটা চ্যানেলে বাংলা ধারাবাহিক সম্প্রচারিত হয়, সেগুলো হল জি বাংলা (Zee Bangla), স্টার জলসা, কালার্স বাংলা (Colors Bangla) এবং সান বাংলা

Saranna

this three bengali serial's shooting stop for financial problems

Bengali Serial : বর্তমানে যেকটা চ্যানেলে বাংলা ধারাবাহিক সম্প্রচারিত হয়, সেগুলো হল জি বাংলা (Zee Bangla), স্টার জলসা, কালার্স বাংলা (Colors Bangla) এবং সান বাংলা (Sun Bangla)। এই চার চ্যানেলেই রমরমিয়ে সম্প্রচারিত হয় ধারাবাহিক গুলো। ধারাবাহিক গুলোও বেশ জনপ্রিয় হয়। কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় টিআরপির অভাবে জনপ্রিয় ধারাবাহিক গুলো শেষ হয়ে যাচ্ছে, এবার শোনা যাচ্ছে আর্থিক অভাবে শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় চ্যানেলের তিন ধারাবাহিক।

মাথায় হাত কলাকুশলীদের। বর্তমানে শোনা যাচ্ছে, ক্রিস্টাল জেমস প্রযোজনা সংস্থার আর্থিক দুরবস্থা খুবই খারাপ। অভিনয় করার পর্যাপ্ত পারিশ্রমিক কলাকুশলীদের দিতে পারছে না। তাই ধারাবাহিক বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই। এই সংস্থার বেশ কিছু ধারাবাহিক জি বাংলা, কালার্স বাংলা এবং সান বাংলাতে দেখা যাচ্ছে। আর এই দুরবস্থার কথা শুনে অনিশ্চয়তায় ভুগছেন ধারাবাহিকের কলাকুশলী।

zee bangla upcoming serial mili's promo come

হঠাৎ যদি ধারাবাহিক বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? যে তিনটি ধারাবাহিক এখন অস্বিত্ব সংকটে ভুগছে, সেই তিনটি ধারাবাহিক হল, জি বাংলার ‘মিলি’ (Mili)। সান বাংলার ‘দ্বিতীয় বসন্ত’ (Dwitiyo Basanta) এবং কালার্স বাংলার ‘টুম্পা অটোওয়ালি’ (Tumpa Autowali)। দ্বিতীয় বসন্তের প্রোমোর প্রথম ঝলক সামনে এসেছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে, আর্থিক সমস্যার জন্য ধারাবাহিক আসছে না।

bengali serial dwitiyo basanta's shooting stop for financial problems

এই ধারাবাহিকের চারটে এপিসোডের শ্যুটিং হয়েই বন্ধ হয়ে গেছে। জি বাংলার মিলি ধারাবাহিকেরও একই অবস্থা। টিআরপির অভাবে স্লট পরিবর্তন হয়েছে। স্লট পরিবর্তন হলেও ভালো ফলাফল করতে পারেনি। স্লট বদল হওয়াতেই দর্শকরা চিন্তিত । শুধু তাই নয়, জি বাংলায় এই প্রোডাকশনের তরফ থেকে আরও একটা ধারাবাহিক আসার কথা ছিল। সেই ধারাবাহিকের কি হবে?

bengali serial tumpa autowali's shooting stop for financial problems

তার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে জানা যাচ্ছে, আপাতত ঝামেলা মিটেছে। আলোচনার পর আবার শুরু হয়েছে মিলি, টুম্পা অটোওয়ালির শ্যুটিং। আর দ্বিতীয় বসন্তর শ্যুটিং আপাতত স্থগিত রয়েছে। শোনা যাচ্ছে আগামী ১৮ই ডিসেম্বর থেকে আবার শুরু হবে। এখন দেখা যাক কি হয়।

আরও দেখতে পারেন