টেলিভিশন দিয়ে শুরু, তবুও আজ কেন ছোটপর্দায় দেখা মেলেনা অভিনেতার? জানালেন বিক্রম

টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক অভিনেতা হলেন, বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। এই মানুষটার শুরুটা ছোটো পর্দা দিয়ে হলেও, এখন তাঁকে আর ছোটো পর্দায় দেখা যায়না। ছোটো

Saranna

vikram chatterjee say why he not shown in tellivision nowdays

টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক অভিনেতা হলেন, বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। এই মানুষটার শুরুটা ছোটো পর্দা দিয়ে হলেও, এখন তাঁকে আর ছোটো পর্দায় দেখা যায়না। ছোটো পর্দার সাথে যেন তাঁর অনেক দূরত্ব। বরং তাঁর দেখা মেলে ওয়েব সিরিজে। কিন্তু এই দূরত্ব কেন? মুখ খুললেন অভিনেতা।

সাত পাকে বাঁধা দিয়ে শুরু হয়েছিল পথচলা, এরপর করেন ইচ্ছে নদী এবং ফাগুন বউ। তিনটে ধারাবাহিকেই মুখ্য চরিত্রে সুযোগ। ফাগুন বউ শেষে দেখা মিলেছিল টেলিভিশনে শো সঞ্চালনা করতে। কিন্তু তারপরে আর ছোটো পর্দা নয়। বরং দেখা মিলেছে কুলের আচার কিংবা রক্তকরবী তে। তাহলে কি আর কোনোদিন ছোটো পর্দায় ফিরবেন না? এখন থেকে কি এখানেই দেখা মিলবে?

vikram chatterjee openup about serial

এ প্রসঙ্গে অভিনেতা জানান, ‘টেলিভিশন থেকে অনেক ভালোবাসা পেয়েছি, টেলিভিশনে অনেক পারিশ্রমিক আছে। কিন্তু এর তুলনায় তিনটে বাংলা সিনেমা করলে জীবন চালানো কঠিন হয়ে পড়ে। কিন্তু প্যাশন থাকলে নিজের ২০০ শতাংশ নিংড়ে কাজ করতে হবে।’ তাহলে ছোটোপর্দা?

এ প্রসঙ্গে তিনি জানান, ‘ আমি দশ বছর ছোটো পর্দায় কাজ করছি। সেই কারণেই এত ভালোবাসা। আমি যখন দশ বছর পর সিনেমা ছেড়ে রেস্তোরাঁয় ব্যবসা করব, তখনও তাদের থেকে ম্যাসেজ পাব। আমি কৃতজ্ঞ ওদের কাছে। আমার হাতে এখন অনেক কাজ আছে, এক বছরের মতো। যতক্ষণ না এটা শেষ হচ্ছে, ততক্ষণ সিরিয়ালের কথা ভাবছি না। পরে কি হবে সেটা পরে দেখা যাবে।’

vikram chatterjee said about tellivision

তবে ছোটো পর্দা ছেড়ে সিনেমায় কাজ করা অভিনেতা কিন্তু সব সিনেমার জন্য হ্যাঁ বলেন না। কিন্তু কেন? এ প্রসঙ্গে জানান, ‘ আমি কেমন অভিনেতা, আমি আমার পরিধিটা জানি। তাই সব কাজে হ্যাঁ বলিনা। এটার জন্য বেশ দুর্নাম আছে। তবে আমি যদি বুঝি এই চরিত্র আমার কেরিয়ারের কোনো কাজে লাগবেনা, তখন তা ফিরিয়ে দিই।’

আরও দেখতে পারেন