‘অষ্টমী’র প্রোমো প্রকাশ পেতেই দিন ফুরালো ‘মিঠিঝোরা’র! বেজায় ক্ষিপ্ত দর্শকমহল

Zee Bangla Serial : জি বাংলায় (Zee Bangla) বেশ কিছুদিন আগে শুরু হয়েছে ‘মিঠিঝোরা’ (Mithijhora) সিরিয়ালটি। তিন বোনের এক মিষ্টি গল্প। ভাগ্যের ফেরে যাদের জীবন

Nandini

zee bangla serial mithijhora should replace by upcoming serial ashtami

Zee Bangla Serial : জি বাংলায় (Zee Bangla) বেশ কিছুদিন আগে শুরু হয়েছে ‘মিঠিঝোরা’ (Mithijhora) সিরিয়ালটি। তিন বোনের এক মিষ্টি গল্প। ভাগ্যের ফেরে যাদের জীবন পাল্টে দিয়েছে একটা ঘটনা। রাই আর নীলু বোন হয়েও আজ একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। শুরু থেকে এই গল্প দর্শকের আকর্ষণ ধরে রাখতে পারলেও বর্তমানে একদমই ফিকে টিআরপি তালিকায়।

বিশেষ জায়গা করে নিতে পারছেনা এই ধারাবাহিক। ইতিমধ্যে, জি বাংলায় একটি নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে। ‘অষ্টমী'(Ashtami)র প্রোমো প্রকাশ পেতেই স্বাভাবিক ভাবেই দর্শক মনে প্রশ্ন উঠছে কোন ধারাবাহিকের বদলে এই সিরিয়াল সম্প্রচার হবে। বেশ কিছুদিন আগেই ‘যোগমায়া’ বলে আরেকটি নতুন সিরিয়াল শুরু হয়েছে।

zee bangla upcoming serial ashtami promo come out

তাই সিরিয়াল প্রেমীরা কিছুটা চিন্তাতেই আছেন কাকে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেবে চ্যানেল কর্তৃপক্ষ। ‘মিলি’ সিরিয়ালটি শুরু থেকেই বিশেষ জায়গা পাচ্ছেনা টিআরপি তালিকায়। তাই দর্শক মনে করছিলেন ‘মিলি’ই হয়ত শেষ হয়ে যাবে। তবে শোনা গেল একেবারে অন্য খবর। জানা যাচ্ছে, ‘অষ্টমী’কে জায়গা করে দিতে সরানো হবে ‘মিঠিঝোরা’কে।

আরও পড়ুনঃ ‘শ্রীময়ী ২’! ফিরছে জুন আন্টি-অনিন্দ্য দা জুটি, খবর পেতেই লাফাচ্ছে দর্শকেরা

এই সিরিয়াল টিআরপি তালিকায় বিশেষ জায়গা করতে পারছেনা। ফলে চ্যানেলের ব্যবসা হচ্ছেনা বিশেষ। আর এর আগে এমন অনেক উদাহরণ আছে যে সিরিয়াল চলেনা বিশেষ তাকে তরিঘরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় চ্যানেলের তরফে। তবে এখন প্রশ্ন হল ‘মিঠিঝোরা’ কি শেষ হয়ে যাবে তাহলে?

zee bangla serial mithijhora

টলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, ‘মিঠিঝোরা’র সময় পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ, এখনই এই ধারাবাহিক শেষের কোনো খবর পাওয়া যাচ্ছেনা। তবে ‘মিঠিঝোরা’র সময় পরিবর্তন হবে এই গুঞ্জন তুঙ্গে। স্বাভাবিক ভাবেই এই ধারাবাহিকের অনুরাগীরা বেশ খেপে আছেন এমন একটা খবরে। এবার দেখার এই খবর কতটা সত্য প্রমাণিত হয়।

আরও দেখতে পারেন